পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে অনিয়ম: বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ আদালতের

কলকাতা হাইকোর্ট
ফাইল ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) কর্মকর্তাদের নিয়ে বিশেষ তদন্ত দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন।

হাইকোর্টের নজরদারিতে বিশেষ এ তদন্ত দল শুধু শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করবে। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে সিবিআইকে তদন্ত দল গঠনের সব তথ্যসহ সদস্যদের নাম পাঠাতে হবে হাইকোর্টে। কলকাতা সিবিআইয়ের যুগ্ম পরিচালক এই তদন্ত দলের নেতৃত্ব দেবেন।

হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছে, বিশেষ এই তদন্ত দলের সদস্য হিসেবে যাঁরা থাকবেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বদলি করা যাবে না। শিক্ষক নিয়োগে দুর্নীতির বেড়াজাল ভাঙতেই এই নির্দেশ জানিয়ে বিচারপতি বলেন, ‘আমি চাই, তদন্ত যেন দ্রুত হয়। সারদা দুর্নীতি মামলার মতো অবস্থা যেন না হয়।’

শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব দেন সিবিআইকে। ইতিমধ্যে তদন্ত শুরুও হয়েছে। কিন্তু তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ। তাই তিনি সিবিআই কর্মকর্তাদের নিয়ে শুধু এই ঘটনা তদন্তে বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্ট এর নজরদারি করবেন।

এর আগে কলকাতা হাইকোর্ট উচ্চমাধ্যমিক স্তরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়েকে অবৈধভাবে নিয়োগ দেওয়ায় ওই নিয়োগ বাতিল করে নিয়োগ পাওয়া শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন। এ ছাড়া ওই শিক্ষককে ৪১ মাসের বেতনও ফেরত দিতে বলেন আদালত।

অপরদিকে প্রাথমিক বিদ্যালয় সার্ভিস কমিশনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ পাওয়ার পর সোমবার প্রাথমিক বিদ্যালয়ের ২৬৯ জন শিক্ষকের নিয়োগ অবৈধ ঘোষণা করে তাঁদের নিয়োগ বাতিল ঘোষণা করেন কলকাতা হাইকোর্ট। এ ছাড়া অবিলম্বে তাদের বেতনও বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।