পশ্চিমবঙ্গের দুর্গাপূজার প্যান্ডেলে দর্শনার্থী নয়: কলকাতা হাইকোর্ট

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার প্যান্ডেলে দর্শনার্থীদের সমাগম না করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আজ সোমবার এক আদেশে আদালত এই নির্দেশনা দেন। দুর্গাপূজা শুরুর মাত্র তিন দিন আগে আদালতের এ নির্দেশনা এল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, শুধু পূজার সংগঠকেরা প্যান্ডেলের ভেতরে উপস্থিত থাকতে পারবেন। এ ক্ষেত্রে বড় আকারের প্যান্ডেলের ক্ষেত্রে ২৫ জন ও ছোট প্যান্ডেলের ক্ষেত্রে ১৫ জন উপস্থিত থাকতে পারবেন। নতুন করে করোনা মহামারির পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন।

আদালত বলেছেন, সব প্যান্ডেলে অবশ্যই ব্যারিকেড বানাতে হবে। ছোট আকারের প্যান্ডেলের ক্ষেত্রে এর দূরত্ব হবে পাঁচ মিটার এবং বড় প্যান্ডেলের ক্ষেত্রে এটি দ্বিগুণ হবে।

কলকাতায় এবার তিন হাজারের বেশি প্যান্ডেলে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হাইকোর্ট বলেছেন, এই বিপুলসংখ্যক প্যান্ডেলে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের ভিড় সামলানোর মতো পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য কলকাতায় নেই।

এদিকে পশ্চিমবঙ্গে করোনার প্রকোপে দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।গতকাল রোববার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে ঘোষিত স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় কলকাতাসহ এই রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৮২ জন, যা এই করোনা মৌসুমে এ রাজ্যে সর্বাধিক। এরই মধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর আশঙ্কা জানিয়ে বলেছে যে আসছে দুর্গাপূজায় বাড়তে পারে করোনার সংক্রমণ।