পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ সোমবার

কলকাতার রাজ্যপালের অফিস ও বাসভবন রাজভবন
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার শপথ আগামীকাল রোববার নেওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে, এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ছোট আকারে। রাজভবনেই হবে শপথ। তবে তা হবে আগামী সোমবার বেলা ১১টায়।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন অতিথি থাকবেন। এদিন অবশ্য পূর্ণ মন্ত্রীদেরই শপথ গ্রহণ করানো হবে। পরে অন্য সময় প্রতিমন্ত্রীদের। শপথ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর আগে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার দুদিনে যথাক্রমে ১৪৩ ও ১৪৮ জন নতুন বিধায়কের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে গতকাল এক বৈঠক করেছেন। এ বৈঠক শেষে তিনি বলেন, এই রাজ্যে তৃণমূলের সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত বিজেপি বিধানসভার অধিবেশন বয়কট করবে। এ ছাড়া আজ শনিবার তাঁরা বিধানসভার স্পিকার নির্বাচনেও উপস্থিত থাকবেন না।

পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার বিরোধীদলীয় নেতা কে হবেন, তা এখনো ঠিক করেনি বিজেপি। নাম উঠছে দুজনের—মুকুল রায় ও শুভেন্দু অধিকারী। তবে সূত্র বলেছে, দিলীপ ঘোষ নাকি চাইছেন একজন সংঘঘেঁষা বিধায়ককে এই পদে বসাতে।