পাবজি নিষিদ্ধের পর ফৌজি আসছে ভারতে

ফৌজি গেমটি ভারতের সেনাবাহিনীর সদস্যদের নির্ভীক ও একতার কথা তুলে ধরবে
ছবি: অক্ষয়ের টুইটার

চীনের পাবজি গেম নিষিদ্ধ হয়েছে ভারতজুড়ে। পাবজি নিষিদ্ধ হওয়ায় হতাশ ভারতের অনেক তরুণ। তবে সেই তরুণদের হতাশ হওয়ার কিছু নেই। তাঁদের জন্য আছে খুশির খবর। পাবজি নিষিদ্ধ হওয়ায় যাতে কাউকে হতাশ হতে না হয়, সে জন্য ভারতে আসছে দেশীয় গেম ‘ফৌজি’।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবরে বলা হয়েছে, নতুন এই গেম আনা হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের উদ্যোগে। এফএইউ-জি বা ফৌজি নামের এই গেমটি ভারতের সেনাদের নির্ভীক ও একতার কথা তুলে ধরবে।
‘ফৌজি’ গেমটি আনছে বেঙ্গালুরুর একটি সংস্থা। এই গেম থেকে আয়ের ২০ শতাংশ দান করা হবে ভারতের বীর ট্রাস্টে। ওই ট্রাস্ট পুলওয়ামা-কাণ্ডের পরেই গঠন করা হয়। আত্মনির্ভরশীল ভারত প্রকল্পের অংশ হিসেবে আনা হচ্ছে এই গেম। আগামী অক্টোবরে এই গেম তরুণেরা খেলতে পারবেন বলে বেঙ্গালুরুর সংস্থাটি জানিয়েছে।
অক্ষয় কুমার বলেছেন, তরুণ প্রজন্মের কাছে গেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই গেম তাঁদের অসাধারণ অনুভূতি দেবে। পাশাপাশি ভারতীয় সেনাসদস্য এবং তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে তরুণদের জানতে সাহায্য করবে। তরুণদের আকর্ষণের জন্যই আনা হচ্ছে এই গেম।

এখন পর্যন্ত পাওয়া তথ্যর ভিত্তিতে জানা গেছে, ভারতীয় সেনাদের সঙ্গে অন্যান্য দেশের লড়াইয়ের ওপর ভিত্তি করে এই গেম তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে গেমের টিজার এসেছে অনলাইনে। দ্রুত এই গেম প্লে স্টোরে আসবে।
দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় আবার চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। জনপ্রিয় ভিডিও গেম পাবজিসহ চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টের অন্যান্য অ্যাপসসহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এর আগে টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ ভারতে বন্ধ করে দেয় দেশটির সরকার। তার কিছুদিন পর ওই অ্যাপগুলোর সহযোগী আরও ৪৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে তথ্য আছে যে এই চীনা অ্যাপগুলো ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও আইনশৃঙ্খলা’বিরোধী কাজ করছে। দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিভিন্ন উৎস থেকে অভিযোগ পেয়েছে যে এসব অ্যাপ তথ্য চুরি করে তা স্থানান্তর করছে।

চীনের সঙ্গে লাদাখে সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর বেইজিংয়ের ওপর ‘ডিজিটাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারত সরকার। প্রথমে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। পরে ওই অ্যাপগুলোর সহযোগী আরও ৪৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়। পরে আরও ১১৮টি অ্যাপ বন্ধ করে। এ নিয়ে ভারতে ২২৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ হলো। এসব অ্যাপ্লিকেশনের মধ্যে গেমস, অনলাইন পেমেন্ট সার্ভিস, ডেটিং সাইট ও সেলফি এডিট করার সফটওয়্যারও আছে।

ভারতে লাখো তরুণ পাবজি মোবাইল অ্যাপটি ব্যবহার করেন। প্রতিষ্ঠানটি বলেছে, ভারত সরকারের এমন পদক্ষেপ সম্পর্কে তারা সচেতন ছিল। তবে এ নিয়ে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিশ্বজুড়ে জনপ্রিয় গেম পাবজি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের তৈরি হলেও গেমিং অ্যাপটির যে মোবাইল সংস্করণ চালু হয়েছে তা টেনসেন্টের তৈরি।
শুধু ভারত নয়, চীনা অ্যাপ কোম্পানির ওপর খড়্গ চাপিয়েছে যুক্তরাষ্ট্রও। যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা অ্যাপ টিকটকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে টেনসেন্টের উইচ্যাট প্ল্যাটফর্মটি দিয়ে ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।