পি কে হালদার আরও ১৪ দিনের কারা হেফাজতে

পি কে হালদার
ফাইল ছবি

প্রশান্ত কুমার হালদারসহ ৬ জনকে আরও ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত বা কারা হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত।

আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতা নগর আদালতের আওতাভুক্ত বিশেষ আদালতের বিচারক জীবনকুমার সাধু এ নির্দেশ দেন।

১৪ দিনের কারা হেফাজত শেষে প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ও তাঁর পাঁচ সহযোগীকে আগামী ৫ জুলাই আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন

সবশেষ ৭ জুন পি কে হালদারসহ ৬ জনকে ১৪ দিনের কারা হেফাজতের নির্দেশ দিয়েছিলেন আদালত। এ হেফাজতের মেয়াদ শেষে আজ ছয়জনকে আদালতে তোলা হয়। আদালতের আজকের নির্দেশে তাঁরা আরও ১৪ দিনের কারা হেফাজতে থাকবেন।

সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে যান পি কে হালদার।

গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা পি কে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করে।

আরও পড়ুন

গ্রেপ্তারের আগে রাজ্যের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদসম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পায় ইডি।

৭ জুন ইডি আদালতকে জানায়, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকায় পি কে হালদারসহ তাঁর সহযোগীদের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে তারা। পি কে হালদার ও তাঁর সহযোগীদের ৩০০ কোটি টাকার সম্পদ পাওয়ার কথাও আদালতকে জানিয়েছে ইডি।