পেগাসাস নিয়ে মোদির কাছে জবাব চাইলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পেগাসাস কেলেঙ্কারি ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে ভয়ংকর। গতকাল বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এই পেগাসাস কাণ্ড ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে মারাত্মক। ইমার্জেন্সির চেয়ে সুপার ইমার্জেন্সির। এভাবে হিটলারি কায়দায় মানুষকে আর কত দিন ভয় দেখাবে? ইসরায়েল থেকে ভারত সরকার এই সফটওয়্যার কিনেছে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাব চাই।’

১৯৭২ সালের ওয়াটারগেট কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বহুল আলোচিত একটি ঘটনা। রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তখন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টা করছিলেন। তাঁর নির্বাচন কমিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির খবর পেতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দলটির সদর দপ্তরে গোপনে টেপ রেকর্ডার স্থাপন করেছিলেন। ঘটনাটি ফাঁস হওয়ার পর হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা পদত্যাগ করেন এবং একজনকে বরখাস্ত করা হয়। ওই কেলেঙ্কারির জেরে নিক্সনও ১৯৭৪ সালে পদত্যাগ করেন।

মমতা বলেন, এত কিছুর পরও তাদের (কেন্দ্রীয় সরকার) লজ্জা হলো না। এভাবে হিটলারি কায়দায় মানুষকে তারা দমিয়ে রাখতে পারবে না। তারা কাউকে কথা বলতে দেবে না, বন্দী করতে চায় মানুষের কণ্ঠ। এভাবে তো দেশ চলতে পারে না। তিনি বলেন, ‘আমার কালীঘাটের দপ্তরে ভোট কুশলী প্রশান্ত কিশোর ও রাজ্য তৃণমূলের সভাপতি ও সাংসদ সুব্রত বক্সীর সঙ্গে একটি বৈঠক হয়। সেই বৈঠকে আমরা কোনো কথা ফোনে না বললেও দেখা গেছে আমাদের ওই বৈঠকের যাবতীয় কথা রেকর্ড হয়ে গেছে। তারা আমাদের প্রশান্ত কিশোরের ফোনেও আড়ি পেতেছিল এবারের নির্বাচনে। এটা মানা যায় না।’

ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি আড়ি পাতার সফটওয়্যার পেগাসাস কিনেছে ভারতসহ বিভিন্ন দেশ। এই নজরদারির আওতায় ভারতের অন্তত ৩০০ রাজনীতিক, সাংবাদিক, অধিকারকর্মী ও বিজ্ঞানীর নাম রয়েছেন। এই পেগাসাস কাণ্ডের তদন্ত চেয়ে গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন বিশিষ্ট আইনজীবী মনোহরলাল শর্মা। তিনি বলেন, এই পেগাসাস কেলেঙ্কারি গোটা ভারতের উদ্বেগের এক কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের গণতন্ত্র, বিচার বিভাগ এবং দেশের নিরাপত্তার ওপর মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে পেগাসাস।

আইনজীবী মনোহরলাল শর্মা বলেন, এই সফটওয়্যার ব্যবহার করে তারা শুধু কথোপকথনের ওপরই নজরদারি চালাচ্ছে না, এটি ব্যক্তির জীবনের পুরো ডিজিটাল ছাপ বুঝে নিতে সক্ষম। এটি শুধু যে ফোনের মালিকের তথ্য নিচ্ছে, তা নয়; তাঁর সঙ্গে যোগাযোগ করা প্রত্যেককে বিপদে জড়িয়ে দিচ্ছে। নিজের অজান্তেই বহু মানুষ এই আড়ি পাতার শিকার হচ্ছেন। তিনি বলেন, ‘এই ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি আমরা।’