বাবরি মসজিদ ধ্বংস: অভিযুক্ত ৩২ জনই খালাস

বাবরি মসজিদ
ফাইল ছবি

ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলার মামলায় অভিযুক্ত ৩২ জনকেই খালাস দিয়েছেন দেশটির আদালত। ষোড়শ শতকে নির্মিত ওই মসজিদটি ভেঙে ফেলার ওই ঘটনার ২৮ বছর পর আজ বুধবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌর আদালত এই রায় দেন। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

মামলায় অভিযুক্তদের মধ্যে ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী,  উমা ভারতী, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ছিলেন। এই অভিযুক্তদের মধ্যে মুরলী মনোহর যোশী ও এল কে আদভানি আজ আদালতে উপস্থিত ছিলেন না। তাদের সকলের বিরুদ্ধে মসজিদটি ভেঙে ফেলার ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই এ ঘটনার তদন্ত করে। আদালত শুরুতে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্যে ১৭ জন ইতিমধ্যে মারা গেছেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে ফেলে কট্টর হিন্দুত্ববাদী সমর্থকেরা। এর আগে এল কে আদভানির নেতৃত্বে রথযাত্রা হয় ভারতজুড়ে।