বিধায়ক বৈশালী ডালমিয়াকে তৃণমূল থেকে বহিষ্কার

ফাইল ছবি

হাওড়ার বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে সংগঠনবিরোধী কার্যকলাপ এবং বিজেপির সঙ্গে সখ্যর জন্য বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূল শৃঙ্খলা কমিটি বলেছে, এবার থেকে দলের মধ্যে যাঁরা সংগঠনবিরোধী কাজ করবেন, তাঁদের বহিষ্কার করা হবে।

বৈশালী ডালমিয়া ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যা। জগমোহন ডালমিয়া ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর প্রয়াত হন। বৈশালী ডালমিয়া তৃণমূলের টিকিটে হাওড়ার বালিকেন্দ্র থেকে বিধায়ক হন ২০১৬ সালে।

পশ্চিমবঙ্গে সম্প্রতি তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাঁরা হলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং সর্বশেষ গতকাল শুক্রবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচন ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছে ভাঙন।