ভারত বায়োটেকের টিকা জরুরি ব্যবহারের সুপারিশ

ভারতে দেশীয় পদ্ধতিতে কোভ্যাক্সিন নামের টিকা তৈরি করেছে ভারত বায়োটেক
ছবি: ভারত বায়োটেক

ভারতের হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেকের করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে দেশটির সরকার-নিয়োজিত একটি বিশেষজ্ঞ প্যানেল। গতকাল শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্যানেল এ বিষয়ে তাদের পর্যবেক্ষণসহ সুপারিশ দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (ডিসিজিআই) কাছে গতকালই জমা দিয়েছে। এখন এই টিকার অনুমোদন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিসিজিআই।

আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টায় দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

ভারত বায়োটেকের করোনার টিকাটির নাম ‘কোভ্যাক্সিন’। তিনটি ট্রায়াল ধাপের মধ্যে দুটি সম্পন্ন করেছে কোভ্যাক্সিন। টিকাটির তৃতীয় ধাপের ট্রায়াল গত নভেম্বরে শুরু করে ভারত বায়োটেক। এখনো এই ধাপের ট্রায়াল চলছে।

তৃতীয় ধাপের ট্রায়ালে টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়। তাই কোভ্যাক্সিন টিকার কার্যকারিতার তথ্যের ঘাটতি থাকা অবস্থাতেই তা জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করল ভারতের সরকার-নিয়োজিত বিশেষজ্ঞ প্যানেল।

তিনটি ট্রায়ালের পরীক্ষার ফলাফলের সমন্বিত বিশ্লেষণই হলো টিকার কার্যকারিতা তথ্য।

ভারত বায়োটেকের টিকার সঙ্গে যুক্ত ফার্মাকোলজির অধ্যাপক সবিতা ভার্মার অবশ্য বলেছেন, প্রাথমিক ট্রায়াল পর্যায়েই কোভ্যাক্সিন টিকার ভালো কার্যকারিতা দেখা গেছে।
ভারতে কোনো টিকার তৃতীয় পর্যায়ের সবচেয়ে বড় ট্রায়াল চালানোর কথা বলছে ভারত বায়োটেক।

অধ্যাপক সবিতা ভার্মা জানান, আগামী মার্চ মাসে এই ট্রায়ালের প্রাথমিক ফলাফল পাওয়া যাবে।

টিকাটির ১০ মিলিয়ন ডোজ ইতিমধ্যে প্রস্তুত আছে বলেও জানান অধ্যাপক সবিতা ভার্মা।

একই প্যানেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা অনুমোদনের বিষয়ে সুপারিশ করে তা দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারে অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

এ ছাড়া ভারতে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে করা আবেদনটি পর্যালোচনা করছে প্যানেল।

আরও পড়ুন