ভারতে অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সময় বাড়ল

বাংলাদেশেও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড নামের করোনার টিকা দেওয়া হচ্ছে
ফাইল ছবি: প্রথম আলো

ভারতে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজ দেওয়ার সময়ের ব্যবধান আরও বাড়ানো হয়েছে। নতুন নিয়মে প্রথম ডোজের ১২ থেকে ১৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

ভারতের সংক্রামক ব্যাধিবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক দলের (এনটিএজিআই) সুপারিশে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

এ নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয় দফায় কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজের সময় বাড়ানো হয়েছে। আরও ‘ভালো ফল’ পাওয়ার লক্ষ্যে গত মার্চে টিকার দুই ডোজের সময়ের ব্যবধান চার সপ্তাহ থেকে বাড়িয়ে ছয় থেকে আট সপ্তাহ করা হয়েছিল।

বাংলাদেশেও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি করা অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার এই টিকা দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্রথমে চার সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলা হলেও পরে সময় বাড়িয়ে আট সপ্তাহ করা হয়েছিল।

তবে চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে টিকা না আসায় বাংলাদেশে কয়েক লাখ মানুষের নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টিকার সংকট রয়েছে ভারতেও।

তাই দ্বিতীয় ডোজের সময় বৃদ্ধির এই ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। দেশটির রাজ্যসভার সদস্য কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক টুইটে লিখেছেন, ‘প্রথমে দ্বিতীয় ডোজের জন্য ছিল চার সপ্তাহ। তারপর করা হল ছয় থেকে আট সপ্তাহ। আর এখন আমাদের বলা হলো ১২ থেকে ১৬ সপ্তাহ। এটা কি টিকার পর্যাপ্ত মজুত নেই বলে, নাকি বিজ্ঞানভিত্তিক পরামর্শ এমন? মোদি সরকারের কাছ থেকে আমরা কি কিছুটা স্বচ্ছতা আশা করতে পারি?’

দ্বিতীয় ডোজের সময় বৃদ্ধি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, বাস্তবভিত্তিক তথ্য–প্রমাণ, বিশেষ করে যুক্তরাজ্য থেকে যেসব তথ্য–প্রমাণ এসেছে, তার ভিত্তিতে কোভিড–১৯ ওয়ার্কিং গ্রুপ কোভিশিল্ডের দুই ডোজের মধ্যে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করতে সম্মত হয়েছে।

ভারতে কোভিশিল্ডের পাশাপাশি নিজেদের উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। ছয় থেকে আট সপ্তাহের ব্যবধানে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এটার দ্বিতীয় ডোজের সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না।

এনডিটিভি বলছে, গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মেডিকেল সাময়িকী ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান ১২ সপ্তাহ বা তার বেশি করা হলে কার্যকারিতা বাড়ে বলে দাবি করা হয়েছিল।