ভারতে করোনা রোগী ৮০ লাখের কাছাকাছি

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়
ছবি: এএফপি

ভারতে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজ সকালের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ লাখ ৯০ হাজার ৩২২।

ভারতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ২০ হাজার ১০ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭২ লাখ ৫৯ হাজার ৫০৯। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ১০ হাজার ৮০৩ জন করোনা রোগী।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৩ হাজার ৮৯৩ জন নতুন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় দেশটিতে করোনায় মারা গেছেন ৫০৮ জন।

দেশটিতে করোনা পজিটিভের হার ৪ দশমিক ১ শতাংশ।

আগের চেয়ে ভারতে করোনার সংক্রমণ কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগে এমনও হয়েছে যে দেশটিতে দৈনিক ৯০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছেন।

তবে ভারতের কিছু রাজ্যে এখনো করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। এসব রাজ্যের মধ্যে রয়েছে কেরালা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক ও দিল্লি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া রোগীদের ৫৩ শতাংশই এই পাঁচ রাজ্যের। কোনো কোনো রাজ্যে রেকর্ডসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়।

শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৮৭ লাখ ৭৪ হাজার। মারা গেছেন প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ।

ভারতের নিচে রয়েছে ব্রাজিল। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৫৪ লাখ ৩৯ হাজার। মারা গেছেন প্রায় ১ লাখ ৫৮ হাজার মানুষ।