ভারতে থাকা তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

কলকাতার পদযাত্রায় সিএএ ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ
ছবি: প্রথম আলো

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আবার সক্রিয় হলো ভারতের সরকার। এই আইনের অধীনে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব—এই পাঁচ রাজ্যের ১৩ জেলায় বসবাসরত অমুসলিম বাসিন্দাদের নাগরিকত্ব দিতে উদ্যোগ নিয়েছে সরকার। বলা হয়েছে, এসব এলাকায় বসবাসরত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকেরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এই আদেশ জারি করে সিএএ কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৯ সালে সিএএ কার্যকর করা হয়। এই আইন পাস করার আগে থেকে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। দিল্লিতে হয় টানা বিক্ষোভ। এই বিক্ষোভ দমনে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এমনকি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলাও চালিয়েছে। এরপরও সরকার এই আইন পাস করে। যদিও আইনটি নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখেও পড়েছে সরকার। এ ছাড়া এই আইন পাসের জেরে দিল্লিতে দাঙ্গাও হয়েছে।

নতুন এই আইন অনুসারে ভারতে বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ, যাঁরা এই দেশগুলোতে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হন, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। এই শর্ত হলো, যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এসব এলাকায় বসবাস করছেন, তাঁরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

গুজরাটের মরবি, রাজকোট, পাতান ভাদোদারা; ছত্তিশগড়ের দুর্গা, বালোদাবাজার; রাজস্থানের জালোরে, উদয়পুর, পালি, বারমের, সিরোহি; হরিয়ানার ফরিদাবাদ; পাঞ্জাবের জালান্ধার জেলায় বসবাসরত ওই তিন দেশের নাগরিকেরা ভারতের নাগরিকত্বে জন্য আবেদন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিফিকেশন বলা হয়েছে, আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। রাজ্য, জেলা ও কেন্দ্রীয় সরকার পর্যায় থেকে এসব আবেদন যাচাই–বাছাই করা হবে।