ভারতের অর্থনীতির অবস্থাও শ্রীলঙ্কার মতো: রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ফাইল ছবি: রয়টার্স

ভারতের অর্থনীতির এখনকার অবস্থাকে সংকটকবলিত শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে তুলনা করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদি সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করতে গিয়ে আজ বুধবার বিকেলে এক টুইটে তিনি এমন মন্তব্য করেন। খবর এনডিটিভির

টুইটে ভারত ও শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে কয়েকটি লেখচিত্র তুলে ধরেন রাহুল। এতে দুই দেশের জ্বালানি পণ্যের দাম, বেকারত্ব, সাম্প্রদায়িক সহিংসতার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এসব প্রেক্ষাপটে দুই দেশের মিল থাকার বিষয়টি ইঙ্গিত করে রাহুল লেখেন, ‘মানুষকে বিভ্রান্ত করলে পরিস্থিতি বদলে যাবে না। ভারতের অবস্থাও অনেকটা শ্রীলঙ্কার মতো।’

সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধী ও তাঁর দল কংগ্রেসের নেতারা ভারতে জ্বালানি পণ্যের বাড়তি দাম, মূল্যস্ফীতি, বেকারত্ব বেড়ে যাওয়া নিয়ে নরেন্দ্র মোদি সরকারের তুমুল সমালোচনা করছে। এর আগেও কংগ্রেসের একাধিক নেতা বলেছেন, শ্রীলঙ্কা হওয়ার পথে রয়েছে ভারত।

আরও পড়ুন

করোনা মহামারির অভিঘাত, পর্যটনশিল্প ও রেমিট্যান্স-প্রবাহে ধসসহ নানা কারণে স্বাধীনতার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। রিজার্ভ সংকটে দেশটির আমদানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দেশটিতে দেখা দিয়েছে খাদ্য, ওষুধ, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের তীব্র সংকট। নিত্যপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি শ্রীলঙ্কার জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে।

আরও পড়ুন

তুমুল জনরোষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এ পদক্ষেপেও দেশটিতে থামেনি বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট গোতাবায়াকেও পদ ছাড়তে হবে।

আরও পড়ুন

সংকট নিরসনে শ্রীলঙ্কা সরকার অর্থসহায়তা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে। সংস্থাটি শর্ত দিয়েছে, আগে দেশে শান্তি-স্থিতিশীলতা ফেরাতে হবে। দ্রুত স্থিতিশীল সরকার গড়তে হবে। জনরোষ কমাতে হবে। এরপরই পাওয়া যাবে সহায়তা।