ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে তালেবান
তালেবান-রাজ শুরু হওয়ার পর ভারত-আফগানিস্তান বাণিজ্য বন্ধ রয়েছে। তালেবান নেতাদের হুকুমেই এই নিষেধাজ্ঞা। পাকিস্তানের যে পথ ধরে দুই দেশের মধ্যে পণ্য আদান-প্রদান হয়ে থাকে, কাবুলের পতনের পর থেকেই তা বন্ধ রয়েছে। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের পরিচালক অজয় সহায় এ কথা জানিয়েছেন। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, দুবাই হয়ে কিছু পণ্যের বাণিজ্য হয়। সেই পথ অবশ্য এখনো খোলা রয়েছে।
বাণিজ্য বন্ধের এই তালেবান সিদ্ধান্ত অবশ্য শুধু ভারতকেন্দ্রিক নয়। অজয় সহায় বলেন, কাবুল দখলের পর তালেবান পাকিস্তানে কোনো পণ্য পাঠাচ্ছে না। পাকিস্তান থেকে আমদানিও করছে না। ওই পথ আপাতত বন্ধ রেখেছে। ফলে ওই পথ ধরে ভারতের সঙ্গে বাণিজ্যও আপাতত বন্ধ। তিনি বলেন, ‘আশা করি পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। বাণিজ্য পথও খুলে যাবে।’
দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের সবচেয়ে বেশি বাণিজ্য ভারতের সঙ্গেই হয়ে থাকে। ২০২১ সালে আফগানিস্তানে ভারতের রপ্তানির পরিমাণ সাড়ে ৮৩ কোটি ডলার। আফগানিস্তান থেকে ভারত আমদানি করেছে প্রায় ৫১ কোটি ডলারের পণ্য। ভারত প্রধানত চিনি, ওষুধ, তৈরি পোশাক, চা, কফি, মসলা, ট্রান্সমিটার টাওয়ারের মতো পণ্য আফগানিস্তানে পাঠায়।
সেখান থেকে আমদানি করে প্রধানত শুকনো ফল। দেশের শুকনো ফলের মোট চাহিদার ৮৫ শতাংশ মেটায় আফগানিস্তান। গত বছর ভারত বেশ কিছু পরিমাণ পেঁয়াজও আফগানিস্তান থেকে আমদানি করেছিল। তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বহুকালের। আফগানিস্তানের পুনর্গঠনে সে দেশের সব প্রদেশে ৪০০টির মতো প্রকল্পে ভারত লগ্নি করেছে ৩০০ কোটি ডলার।
শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এই আশাবাদ ব্যক্ত করে অজয় সহা বলেন, ‘আপাতত আমরা সেই আশাতেই আছি। এখন একটা সার্বিক অনিশ্চয়তা চলছে। আশা করি পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। আফগানিস্তানের নতুন নেতৃত্ব নিশ্চয় উপলব্ধি করবে অর্থনৈতিক উন্নতিই প্রগতির একমাত্র পথ।’