ভোটে জিতলে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং

ভগবন্ত সিং মান
ছবি: এএনআই

ভারতের পাঞ্জাবে সরকার গড়লে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী হবেন দুবারের দলীয় সাংসদ ভগবন্ত সিং মান। গতকাল মঙ্গলবার চণ্ডীগড়ের মোহালিতে দলীয় কর্মীদের এক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা করেন। সাধারণ মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে অভিনব কায়দায় আম আদমি পার্টি এ ঘোষণা দিল।

দলীয় সমর্থক ও কর্মীদের গুরুত্ব না দিয়ে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পছন্দের ভার ছেড়ে দিয়েছিলেন পাঞ্জাবের মানুষজনের ওপর। সে জন্য একটি বিশেষ টেলিফোন নম্বর দিন কয়েক আগে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষকে বলা হয়, ওই নম্বরে ফোন করে বা বার্তা পাঠিয়ে পছন্দের মুখ্যমন্ত্রীর নাম জানাতে। কেজরিওয়াল বলেন, প্রায় ২২ লাখ মানুষ তাঁদের মতামত জানিয়েছেন। যাঁদের মধ্যে ৯৩ শতাংশ পছন্দ করেছেন ভগবন্ত সিং মানকে। মোহালির প্রেক্ষাগৃহে এই কথা জানিয়ে তিনি বলেন, দল ক্ষমতায় এলে ভগবন্তই হবেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী।

কেজরিওয়াল বরাবরই চমকের রাজনীতি করতে ভালোবাসেন। দিল্লির ভোটেও বহু সময় তিনি এলাকাবাসীর ওপর প্রার্থী বাছাই বা উন্নয়নমূলক কর্মসূচি বেছে নেওয়ার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হয়েও উন্মুক্ত সড়কে ধরনায় বসেছিলেন। উপরাজ্যপালের অফিসে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন। এবার জনতার রায়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে তা করতে গিয়ে রাজনীতিও করেছেন কেজরিওয়াল। ভগবন্ত সিং মানের নাম ঘোষণার পাশাপাশি বলেছেন, পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন মাত্র ৩ শতাংশ মানুষ। এই ঘোষণার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, এবারের ভোটে ক্ষমতাসীন কংগ্রেসকে তাঁরা বহু যোজন পিছিয়ে দিয়েছেন।

কেজরিওয়াল বলেন, অনেকেই তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। কিন্তু তিনি আগেই জানিয়েছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন এক শিখ ভূমিপুত্র।

পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, পাঞ্জাবে এবারের মূল লড়াই কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কংগ্রেসে দড়ি টানাটানি চলছে। বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ও সাবেক টেস্ট ক্রিকেটার নভজ্যোত সিং সিধু দুজনেই দাবিদার। উচ্চাকাঙ্ক্ষী সিধু চান দল ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম আগেই জানিয়ে দিক। কংগ্রেস বাজি ধরেছে রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রীর ওপর। এই পরিস্থিতিতে একমাত্র আম আদমি পার্টিই তাদের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে অন্যদের চাপে ফেলে দিল।