মমতাকে অপমানের প্রতিবাদে ধর্মঘটে কবির সুমন

অবস্থান ধর্মঘটে শামিল হন কবির সুমন। পাশে ‘জয় বাংলা’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে একজন
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের প্রতিবাদে রোববার রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলে কিছু সময়ের জন্য অবস্থান ধর্মঘটে শামিল হন সংগীত তারকা কবির সুমন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪তম জন্মদিনের উৎসবে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় অপমানিত বোধ করেন মমতা। এর জেরে তিনি গতকাল শনিবারের ওই অনুষ্ঠানে যোগ দিলেও বক্তৃতা করেননি।

কবির সুমন বলেছেন, ‘মমতাকে অপমান করার জন্য স্লোগান দেওয়াকে মেনে নিতে না পেরে এই প্রতিবাদে শামিল হয়েছি।’

এ ঘটনায় বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলিসহ রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের সমর্থকেরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন।

কলকাতার পৌর প্রশাসক ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘সরকারি অনুষ্ঠানে অতিথি হিসেবে ডেকে এভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা অন্যায়। আমরা এর প্রতিবাদ জানাই।’

ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিনের উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে উঠলে দর্শকদের মধ্যে থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া শুরু হয়। সাধারণভাবে মনে করা হয় ‘জয় শ্রীরাম’ স্লোগানটি হিন্দুত্ববাদী গোষ্ঠী ও দলগুলোর স্লোগান।

অনুষ্ঠানে মমতা বলেন, ‘আমার মনে হয়, সরকারি অনুষ্ঠানের একটা মর্যাদা থাকে। এটা সরকারি অনুষ্ঠান, কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। এটা সকল মানুষের, সব রাজনৈতিক দলের অনুষ্ঠান। আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে যে আপনারা কলকাতায় অনুষ্ঠান করেছেন। কিন্তু কাউকে আমন্ত্রণ জানিয়ে তাকে অপমান করা উচিত নয়। এর প্রতিবাদে আমি কিছু বলব না। জয় হিন্দ, জয় বাংলা।’

অরাজনৈতিক অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিতে ওঠেন, ঠিক সেই সময় ভিড়ের মধ্যে কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রী বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নেন।

তৃণমূলের প্রতিবাদ আমলে না নিয়ে বরং সমালোচনা করেছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা ও এই রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘দর্শকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এই স্লোগান দিয়েছিল।’ এদিকে বিজেপির দিল্লির মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গা বলেছেন, ‘এক লাখ স্লোগান লেখা পোস্টকার্ড এবার পাঠানো হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঠিকানায়।’