মহারাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা

ভারতে করোনায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাজ্যের তালিকায় সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র
ছবি: রয়টার্স

ভারতের মহারাষ্ট্র করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত। এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে করোনার ‘ডেলটা প্লাস ভেরিয়েন্ট’ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই সবাইকে সচেতন থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজ্যে লকডাউন শিথিল হতেই বাজারে লোকজনের সমাগম দেখে ভীত হয়ে পড়েছে মহারাষ্ট্র সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ অভিজ্ঞতার আলোকে রাজ্য সরকার এবার আগেই লোকজনকে সম্ভাব্য নতুন দফার সংক্রমণ ঢেউ নিয়ে সতর্ক করছে।

রাজ্যে করোনায় এখন পর্যন্ত নিম্ন ও নিম্নমধ্য শ্রেণির মানুষ অপেক্ষাকৃত কম সংক্রমিত হয়েছে। কিন্তু রাজ্যের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এই শ্রেণি তৃতীয় ঢেউয়ের শিকার হতে পারে। তবে তৃতীয় ঢেউয়ে শিশুরা খুব বেশি প্রভাবিত হবে না বলে ধারণা করা হচ্ছে।

ভারতে করোনার বিধ্বংসী দ্বিতীয় ঢেউয়ের জন্য ‘ডেলটা ভেরিয়েন্ট’কে দায়ী করা হচ্ছে। এখন এই ভেরিয়েন্টের নতুন রূপ হলো ‘ডেলটা প্লাস ভেরিয়েন্ট’। এই ধরনটিকে আরও বেশি ভয়ংকর মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ধারণা, করোনার দ্বিতীয় ঢেউয়ের চেয়ে তৃতীয় ঢেউয়ে সংক্রমিতের সংখ্যা বেশি হতে পারে।

মহারাষ্ট্রে গত ২১ এপ্রিল সবচেয়ে বেশি ৬ দশমিক ৯৫ লাখ করোনা রোগী ছিল। বর্তমানে রাজ্যে করোনা রোগী রয়েছে ১ দশমিক ৪৩ লাখ। তৃতীয় ঢেউয়ে রোগীর সংখ্যা ৮ লাখ পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার মধ্যে ১০ শতাংশ শিশু থাকতে পারে।

মহারাষ্ট্র সরকারের করোনা টাস্কফোর্স মহামারির ওপর করা একটি সমীক্ষা প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। এই সমীক্ষার ভিত্তিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদের জরুরিভাবে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার প্রথম ঢেউয়ের সময় রাজ্য সেভাবে প্রস্তুত ছিল না। তখন রাজ্যে যথাযথ সুযোগ-সুবিধাও ছিল না। দ্বিতীয় ঢেউ তাঁকে অনেক বেশি সাবধানী করে তুলেছে। করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে রাজ্যে আছড়ে পড়েছে, তা থেকে তিনি যথেষ্ট শিক্ষা নিয়েছেন। সম্ভাব্য তৃতীয় ঢেউয়ে রাজ্যে কোনোমতে ওষুধ ও অক্সিজেনের ঘাটতি তিনি হতে দিতে চান না।

আগামী আগস্ট-সেপ্টেম্বর নাগাদ করোনার ৪২ কোটি ডোজ টিকা রাজ্য পাবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উল্লেখ্য, ভারতে করোনায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাজ্যের তালিকায় সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র।