মহারাষ্ট্রে ‘ডেলটা প্লাস’ ধরনে সংক্রমিত ২১ রোগী শনাক্ত

মহারাষ্ট্রে ‘ডেলটা প্লাস’ ধরন শনাক্ত হওয়ার পর রাজ্য সরকার রীতিমতো চিন্তায় পড়ে গেছে
ছবি: রয়টার্স

ভারতের মহারাষ্ট্রে করোনার ‘ডেলটা প্লাস’ ধরনে সংক্রমিত ২১ রোগী শনাক্ত হয়েছেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মহারাষ্ট্রে ৭ হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের ডেলটা প্লাস ধরন শনাক্ত হয়েছে।

রাজ্যে ডেলটা প্লাস শনাক্ত হওয়ার পর সরকার রীতিমতো চিন্তায় পড়ে গেছে। কারণ, মহারাষ্ট্র এখনো করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত। তার মধ্যে আবার রাজ্যে হানা দিয়েছে নতুন ডেলটা প্লাস ধরন।

সরকারি সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের রত্মাগিরি জেলায় ডেলটা প্লাস ধরনে সংক্রমিত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া জলগাঁও, মুম্বাই, পালঘর, থানে, সিন্ধুদুর্গে ডেলটা প্লাস ধরনে সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে।

রাজ্যে ডেলটা প্লাস ধরন শনাক্ত হওয়ার পর বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগকে সতর্ক করা হয়েছে।

ডেলটা প্লাস ধরনে সংক্রমিত রোগীরা আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না, তা বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এই রোগীদের টিকা দেওয়া হয়েছিল কি না, তা–ও দেখা হচ্ছে।

পাশাপাশি এই রোগীরা সম্প্রতি বাইরে কোথাও গিয়েছিলেন কি না, তাঁদের সান্নিধ্যে কারা কারা এসেছিলেন, এসব বিষয় স্বাস্থ্য বিভাগ অনুসন্ধান করছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, ‘এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে বলতে পারি, ডেলটা প্লাস ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়ায় না। তবে ধরনটি অনেক মারাত্মক। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড টিকা ডেল্টা প্লাস ভেরিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয় কি না, তা গবেষণা করে দেখা হচ্ছে।’