মানবাধিকারকর্মী তিস্তা শীতলবাদ ও জুবাইরকে গ্রেপ্তারের নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

মানবাধিকারকর্মী ও আইনজীবী তিস্তা শীতলবাদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁদের গ্রেপ্তার করার প্রয়োজন, তাঁদের করা হচ্ছে না। কিন্তু অন্যদের করা হচ্ছে।

মমতা বলেন, ‘যারা হিংসা ও ঘৃণা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু তিস্তা শীতলবাদের মতো মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি জানতে চাই, তাঁকে কেন গ্রেপ্তার করা হয়েছে?’

তিস্তাকে গ্রেপ্তারের পর ভারতে একটি ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইটের সহপ্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবাইরকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সরব সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক মোহাম্মদ জুবাইর। অল্ট নিউজের এই সাংবাদিকের বিরুদ্ধে ২০১৮ সালের এক টুইটে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।

জুবাইরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আনা হয়েছে, যা হাস্যকর এবং অভিযোগটির ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন অধিকার সংগঠন।

ভারতীয় পুলিশের অভিযোগে বলা হয়েছে, জুবাইর ২০১৮ সালে এমন একটি ছবি ইন্টারনেটে দিয়েছিলেন, যাতে হিন্দুদের ভগবান হনুমানকে অপমান করা হয়েছিল। অভিযোগের আদৌ কোনো ভিত্তি আছে কি না বা যিনি এই অভিযোগ করেছেন, তাঁর অস্তিত্ব আছে কি না, সেসব নিয়েও বিশেষ খবর না নিয়ে দিল্লি পুলিশ জুবাইরকে গ্রেপ্তার করেছে।

সম্প্রতি একটি টেলিভিশন বিতর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। জুবাইর তাঁর ওই মন্তব্যের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তাঁর টুইট ব্যাপকভাবে শেয়ার হয়। এ ঘটনায় ভারতের কাছে কড়া প্রতিবাদ জানায় কয়েকটি মুসলিম দেশ।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যারা ভুয়া সংবাদ এবং ঘৃণা উদ্রেককারী ভাষণ ছড়ায়, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বরং পুলিশ দিয়ে সেসব লোককে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমরা কোনো অবস্থাতেই এই লোকেদের সহ্য করব না, যারা ঘৃণা ছড়াবে। আমরা এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।’