ময়নাতদন্তের টেবিলে বেঁচে উঠলেন ‘মৃত’ ব্যক্তি

লাশ
প্রতীকী ছবি


মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ২৭ বছরের যুবক। গুরুতর অবস্থায় দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে তাঁর ভেন্টিলেটর খুলে নেন।

এরপর তাঁকে কাছাকাছি একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরের দিন গত সোমবার তাঁর ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়।

ওই যুবকের স্বজনেরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের টেবিলে ঠিক কাটাছেঁড়া শুরুর আগে চিকিৎসক তাঁকে (যুবক) নড়ে উঠতে দেখেন।
 
ঘটনাটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মাহিলিঙ্গপুর শহরের।

সরকারি একজন স্বাস্থ্যকর্মী ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে আজ বুধবার এএফপিকে বলেন, আহত ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অবস্থা উন্নতির দিকে।

ওই কর্মকর্তা বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা তাঁর ভেন্টিলেটর খুলে দিয়ে এবং তাঁকে মৃত বলে ধরে নিয়ে চিকিৎসাসেবায় ভুল চিকিৎসার প্রমাণ দিয়েছেন।