রাহুলের নেতৃত্বে কংগ্রেস নেতারা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন

কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ছবি: রয়টার্স

ভারতে বিতর্কিত কৃষি আইন নিয়ে আন্দোলনরত কৃষকদের সমর্থনে আজ বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দলটির সাংসদেরা প্রতিবাদী পদযাত্রা করে রাষ্ট্রপতি ভবনে যাবেন। পরে তাঁরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন। তাঁরা এই সমস্যার সমাধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল বুধবার কংগ্রেসের সাংসদ কে সুরেশ বলেন, কৃষকদের সমস্যার সমাধানে আগে বিরোধী নেতাদের পাশাপাশি রাহুল গান্ধীও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে রাষ্ট্রপতি বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু করা হয়নি। এ অবস্থায় বৃহস্পতিবার কংগ্রেসের সাংসদেরা বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত প্রতিবাদী পদযাত্রা করবেন। স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় পদযাত্রা শুরু হবে। পদযাত্রায় নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী।

কে সুরেশ জানান, পদযাত্রা শেষে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের জ্যেষ্ঠ সাংসদেরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন। চলমান কৃষক আন্দোলনের সমাধানে তাঁরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছে স্মারকলিপি দেবেন। এই স্মারকলিপিতে প্রায় দুই কোটি মানুষের স্বাক্ষর রয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দেশটির কৃষকেরা টানা আন্দোলন করে আসছেন।

গত ২৬ নভেম্বর থেকে আন্দোলনরত কৃষকেরা দিল্লি সীমান্তে অবস্থান করছেন।

সম্প্রতি ভারতীয় পার্লামেন্টের বাদল অধিবেশনে প্রায় বিনা আলোচনায় পাস করা হয় কৃষিসংক্রান্ত তিনটি বিতর্কিত বিল। সেই থেকে রাজ্যে রাজ্যে কৃষক–অসন্তোষের জন্ম।

সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও বিতর্কিত কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কৃষকেরা। সমস্যার সমাধানে নতুন করে আলোচনার জন্য আগামী রোববার কৃষকনেতাদের আবার বৈঠকে ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার।