রুপি ‘ছিনতাইকারী’ বানর

প্রতীকী ছবি
এএফপি

দুই সহযাত্রীর সঙ্গে অটোরিকশায় যাচ্ছিলেন তিনি। হাতে ধরা ছিল তোয়ালে দিয়ে মোড়ানো এক লাখ রুপি। রাস্তায় এক জায়গায় যানজটে পড়ে অটোরিকশাটি। এ কারণ জানতে অন্য দুজনের সঙ্গে ওই ব্যক্তিও অটোরিকশা থেকে নিচে নামেন। হঠাৎ একটি বানর তাঁর হাত থেকে তোয়ালে দিয়ে মোড়ানো রুপি নিয়ে গাছে উঠে যায়। মুহূর্তে ঘটে যায় ঘটনাটি। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন তিনি। বানরের কাণ্ডে অবাক আশপাশের লোকজনও।

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরের কাতভ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, বানরটি সেই তোয়ালে নিয়ে গাছে ওঠে। পরে তোয়ালেটি ঝাঁকাতে শুরু করে। এতে রুপির নোট নিচে ছড়িয়ে পড়তে থাকে। নোট কুড়িয়ে তিনি ৫৬ হাজার রুপি পেয়েছেন। তবে বাকি নোটসহ তোয়ালে নিয়ে বানর চোখের আড়ালে চলে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় মাজহলি থানার কর্মকর্তা সচিন সিং জানান, বানরটি তোয়ালেটি ঝাঁকাতে শুরু করলে চারদিকে নোট পড়তে থাকে। আশপাশের লোকজন সেই নোট কুড়িয়ে ওই ব্যক্তিকে ফেরত দেন। তবে ৪৪ হাজার রুপি না পেয়ে হতাশ হয়ে পড়েছেন ওই ব্যক্তি।

সচিন সিং জানান, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা নেই। ফলে বানরটি কোন দিকে পালিয়ে গেছে বা কোথাও বাকি রুপি ফেলে দিয়েছে কি না, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে চুরি বা ছিনতাইয়ের কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, এ ক্ষেত্রে ‘অপরাধী’ একটি বন্য প্রাণী হওয়ায় মামলা রুজু করা যায়নি।

পুলিশ জানায়, এই এলাকায় থাকা বানরগুলোকে স্থানীয়রা প্রায়ই খাবার দেয়। এ কারণে প্রাণীগুলো খাবারের জন্য কখনো কখনো বাড়িঘরসহ গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই ব্যক্তির হাতে থাকা তোয়ালের ভেতর খাবার থাকতে পারে ভেবেই হয়তো বানরটি সেটি নিয়ে যায়।

কিছুদিন আগে উত্তর প্রদেশে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়। সেখানে একজন আইনজীবীর হাতে থাকা দলিলপত্রসহ দুই লাখ রুপি নিয়ে গিয়েছিল একটি বানর। পরে প্রাণীটি গাছে উঠে তা ছড়িয়ে দেয়।