লকডাউন করোনাকে হারাতে পারবে না: রাহুল

লকডাউন কেবল করোনার সংক্রমন সাময়িকভাবে বন্ধ রাখতে পারে বলে মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফাইল ছবি।
লকডাউন কেবল করোনার সংক্রমন সাময়িকভাবে বন্ধ রাখতে পারে বলে মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফাইল ছবি।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে লকডাউন সমাধান নয়। সরকারকে করোনার পরীক্ষা কার্যকরভাবে বাড়াতে হবে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভারতের কংগ্রেস নেতা রাহুল 

গান্ধী এ কথা বলেছেন। তিনি ভারতের সরকারকে উদ্দেশ করে বলেন, হটস্পট ও নন– হটস্পট এই দুটো জোন চিহ্নিত করা দরকার।খবর এনডিটিভির।
আজ বৃহস্পতিবার ভিডিও অ্যাপে দেওয়া এক বার্তায় কংগ্রেসের পার্লামেন্ট সদস্য রাহুল গান্ধী বলেন, লকডাউন কোনোভাবেই করোনাভাইরাসকে পরাজিত করতে পারবে না। একমাত্র উপায় হলো করোনা শনাক্ত করার পরীক্ষা বাড়ানো।
রাহুল আরও বলেন, লকডাউন অল্প সময়ের জন্য ভাইরাসের বিস্তার কমাতে সহায়তা করতে পারে। সরকারের প্রতি আমার পরামর্শ হলো করোনা শনাক্তের পরীক্ষা বাড়ান। তিনি বলেন, সরকার এখন যে পদক্ষেপ নিয়েছে তা ভারতে করোনার প্রাদুর্ভাবের সঠিক চিত্র তুলে ধরে না।
রাহুল গান্ধী আরও বলেন, এখন পর্যন্ত করোনার শনাক্তে পরীক্ষার হার খুব কম। আমি পরীক্ষার হার বাড়াতে প্রস্তাব করছি। সরকারের প্রতি একটি পরামর্শ হলো পরীক্ষা কার্যকরভাবে বাড়ান। বিভিন্ন রাজ্যে পরীক্ষার হার বাড়াতে পদক্ষেপ নিন।
নিজের বক্তব্যকে সরকারের সমালোচনা হিসেবে না নিতেও অনুরোধ জানান রাহুল গান্ধী।
রাহুল বলেন আমাদের একসঙ্গে করোনার সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। পরস্পরকে দোষারোপের খেলা বন্ধ করতে হবে। আমাদের সম্পদ সতর্কভাবে ব্যবহার করতে হবে। বিভিন্ন রাজ্য ও এলাকায় আর্থিক সহায়তা দিতে হবে। রাহুল আর্থিক ক্ষতির আশঙ্কাপ্রকাশ করেন। তিনি বলেন, আমরা আমাদের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করতে পারি না।