শিন্ডে আমাকে পেছন থেকে ছুরি চালিয়েছেন, বললেন উদ্ধব ঠাকরে

উদ্ধব ঠাকরে
ছবি: এএনআই ফাইল

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, একনাথ শিন্ডেকে ভরসা করে তাঁর ওপর দলের দায়িত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই একনাথ শিন্ডেই অভ্যন্তরীণ বিদ্রোহে নেতৃত্ব দিয়ে তাঁকে পেছন থেকে ছুরি চালিয়েছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগের কয়েক দিনের মাথায় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এসব কথা বলেন উদ্ধব ঠাকরে।

গতকাল শিবসেনার কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন উদ্ধব ঠাকরে। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘যে শিন্ডেকে আমি দলের দায়িত্ব দিয়েছিলাম, তিনিই আমাকে পেছন থেকে ছুরি চালিয়েছেন। অথচ এনসিপি ও কংগ্রেস আমাদের সঙ্গে আছে। শিবসেনা কর্মীদের বদৌলতে যাঁরা (বিধায়ক ও মন্ত্রী) জিতেছেন এবং সব কিছু পেয়েছেন, তাঁরা আমাকে ছেড়ে চলে গেছেন—এটা খুব কষ্টকর।’

গত মাসে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তাঁরই দলের নেতাদের একাংশ বিদ্রোহ শুরু করে। ওই বিদ্রোহে নেতৃত্ব দেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। এমন অবস্থায় মহারাষ্ট্রের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন এনসিপি–কংগ্রেস–শিবসেনার জোট সরকার। বিধানসভায় আস্থা ভোটকে সামনে রেখে পদত্যাগ করেন উদ্ধব।

মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে গঠিত নতুন সরকার গত সোমবার বিধানসভায় অনুষ্ঠিত আস্থা ভোটে টিকে গেছে। নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবির ও বিজেপি জোটের পক্ষে ভোট দিয়েছেন ১৬৪ জন। আর জোটের বিপক্ষে ভোট দিয়েছেন ৯৯ জন।
বিজেপির নেতা রাহুল নারভেকর বিধানসভার স্পিকার নির্বাচিত হওয়ার এক দিন পরই আস্থা ভোটের আয়োজন করা হয়। বিদ্রোহী ১৬ জন আইনপ্রণেতাকে বহিষ্কার করার জন্য আদালতের দারস্থ হয়েছিল শিবসেনা।

আরও পড়ুন

সোমবার একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকার আস্থা ভোটে জয় পাওয়ার পর বিধানসভা স্পিকার রাহুল নারভেকারের কাছে একটি পিটিশন জমা দিয়েছে তারা। উদ্ধব ঠাকরে শিবিরের ১৬ বিধায়ককে সাময়িক বরখাস্ত করার আবেদন জানিয়েছেন তাঁরা।

স্পিকারের কার্যালয় বলেছে, ১৬ জন বিধায়ককে বরখাস্তের জন্য নোটিশ পাঠানো হবে।