সাইকেল চালাতে চালাতে রুবিকস কিউবে রেকর্ড

সাইকেল চালাতে চালাতে রুবিকস কিউব মেলাচ্ছে জয়াদর্শন ভেঙ্কতেশান
ছবি: সংগৃহীত

মনঃসংযোগ বাড়াতে অনেকেই রুবিকস কিউব মেলাতে পছন্দ করেন। অনেকেই শুধু খেলার ছলে। তবে সাইকেল চালাতে চালাতে কাউকে রুবিকস কিউব মেলাতে দেখেছেন? জবাবটা সম্ভবত ‘না’ হবে। তবে এ কাজ করেছে ভারতের জয়াদর্শন ভেঙ্কতেশান নামের এক কিশোর। সাইকেল চালাতে চালাতে কয়েক সেকেন্ডে রুবিকস কিউব মিলিয়ে বিশ্ব রেকর্ডের পাতায় নাম লিখিয়েছে সে।

জয়াদর্শনের বাড়ি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে রুবিকস কিউব মেলাতে পারে জয়াদর্শন। শুধু তা–ই নয়, রুবিকস কিউব মেলানোর সময় সে একই সঙ্গে সাইকেল চালাতেও পারে। দ্রুততার সঙ্গে এ কাজ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে জয়াদর্শন।

গিনেস কর্তৃপক্ষ সম্প্রতি ইনস্টাগ্রামে জয়াদর্শনের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায়, ভারতীয় ওই কিশোর সাইকেল চালাচ্ছে। এর মাঝেই গভীর মনোযোগে রুবিকস কিউব মেলাতে ব্যস্ত তার দুই হাত। ক্যাপশনে লেখা রয়েছে, সাইকেল চালাতে চালাতে রুবিকস কিউব মেলাতে জয়াদর্শন মাত্র ১৪ দশমিক ৩২ সেকেন্ড সময় নিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, রুবিকস কিউব মেলাতে গভীর মনোযোগ ও অধ্যবসায়ের প্রয়োজন। জয়াদর্শন টানা দুই বছর এটা নিয়মিত অনুশীলন করেছে। এরপরই ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। রেকর্ডের খাতায় নাম উঠেছে ভারতীয় এ কিশোরের।

চেন্নাইয়ের অপর এক ব্যক্তি দুই বছর আগে পানিতে ডুবে থেকে রুবিকস কিউব মিলিয়ে রেকর্ড গড়েন। ইলায়রাম সেকার এক ডুবে ছয়টি রুবিকস কিউব মিলিয়েছিলেন। সময় নেন ২ মিনিট ১৭ সেকেন্ড। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তাঁর। এর আগের রেকর্ডটি ছিল এক ডুবে পাঁচটি রুবিকস কিউব মেলানোর।