সামনে এল বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও

বিধ্বস্ত হওয়ার আগে এমআই–১৭ ভি৫ মডেলের হেলিকপ্টারটি কুয়াশার মধ্যে হারিয়ে যায়
ছবি: টুইটার থেকে সংগৃহীত

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রীসহ ১৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে তামিলনাড়ুতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে।
ভিডিওটি ভূমি থেকে ধারণ করেন এক প্রত্যক্ষদর্শী। স্থানীয় লোকজনের কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করেছে বার্তা সংস্থা এএনআই। পরে তা এএনআইয়ের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমানবাহিনী।

ভিডিওটিতে দেখা যায়, এমআই–১৭ ভি৫ মডেলের হেলিকপ্টারটি উড়ে যাচ্ছে। এর পরপরই সেটি কুয়াশার মধ্যে হারিয়ে যায়। এ সময় ভিডিও ধারণকারীর পাশের একজনকে বলতে শোনা যায়, ‘কি হলো? এটা কি ভেঙে পড়ল?’ অপর একজন জবাব দেন, ‘হ্যাঁ’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাশিয়ার তৈরি হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহীর মধ্যে ৫ জন ক্রু ও ৯ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াত ছাড়াও সেনাসদস্যরা ছিলেন। দুপুর ১২টা ২০ মিনিটে তামিলনাড়ুর নীলগিরি হিলস এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বেলা দুইটার দিকে ভারতীয় বিমানবাহিনী ওই দুর্ঘটনার খবর জানায়।

আরও পড়ুন

হেলিকপ্টারের ১৪ আরোহীর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে কয়েক ঘণ্টা পর জানা যায়। তবে বিপিন রাওয়াতের অবস্থা সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বিপিন রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি তামিলনাড়ুর কাছে সুলুরের একটি বিমানঘাঁটি থেকে উড়েছিল। তিনি রাজ্যের উরাহগামানরালামে অবস্থিত একটি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন।