সামরিক মর্যাদায় বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন

বিপিন রাওয়াত
ফাইল ছবি

পূর্ণ সামরিক মর্যাদায় ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতের (৬৩) শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার। একই চিতায় পাশাপাশি শোয়ানো হয় জেনারেল বিপিন ও তাঁর স্ত্রী মধুলিকাকে। ১৭ তোপধ্বনির মাধ্যমে তাঁদের জানানো হয় শেষ শ্রদ্ধা। ভারতীয় গণমাধ্যম জি নিউজের তথ্য অনুযায়ী, রাওয়াত ও তাঁর স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেন তাঁদের মেয়ে কৃত্তিকা ও তারিণী।

গত বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সস্ত্রীক জেনারেল রাওয়াতসহ ১৩ জনের। বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছায়। রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন সেনাপ্রধান তাঁকে শেষ শ্রদ্ধা জানান। বাসভবন থেকে জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রীর মরদেহ ব্রার স্কয়ারে নিয়ে যাওয়া হয়। ব্রার স্কয়ারে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপর সেখানে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ব্ল্যাকবক্সও উদ্ধার করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কোনো চক্রান্ত বা নাশকতা কাজ করেছে কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। লোকসভায় গত বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, রাওয়াতের কপ্টার দুর্ঘটনার আগের মুহূর্তে অনেকটা নিচে দিয়ে উড়ছিল। কুয়াশার কারণে দিক হারিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।