সোনিয়া-মনমোহনের সমালোচনা প্রণব মুখার্জির বইয়ে

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
ছবি: সংগৃহীত

একের পর এক রাজ্যে হার। আর এর ফলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রবল সমালোচনা। এর বহিঃপ্রকাশ হয় মাঝেমধ্যেই। ভারতের কংগ্রেস পার্টির এই গৃহবিবাদের মধ্যে নতুন উপাদান যুক্ত হলো দলটির প্রয়াত নেতা ও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির এক আত্মজীবনী নিয়ে। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স’ নামের এই বই আগামী জানুয়ারি মাসে প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগে এ বইয়ে লেখা প্রয়াত প্রণব মুখার্জির কিছু কথা বিতর্কের সৃষ্টি করেছে। গত আগস্টে মারা যান প্রণব মুখার্জি।

প্রণব তাঁর বইয়ে ভারতে ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস পার্টির হারের পেছনে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দলের সভাপতি সোনিয়া গান্ধীকে দৃশ্যত দায়ী করেছেন।

বইটিতে কংগ্রেস নেতাদের অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে আরও অনেক সত্য তথ্য বেরিয়ে আসতে পারে। ২০১৪ সালের নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে দলটির ভেতরেই সমালোচনার ঝড় শুরু হয়।

বইটিতে প্রণব লিখেছেন, কংগ্রেসের কিছু সদস্য মনে করতেন, ২০০৪ সালে তিনি যদি প্রধানমন্ত্রী পদে থাকতেন, তবে ২০১৪ সালে তাঁর দল হয়তো ক্ষমতা হারানো এড়াতে পারত। তবে তিনি নিজে এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। তিনি যেটা বিশ্বাস করেন, তা হলো তাঁকে রাষ্ট্রপতি করার পর দলের নেতৃত্ব রাজনৈতিক লক্ষ্য হারিয়ে ফেলে।

প্রণব লেখেন, ‘সোনিয়া গান্ধী যখন দলের বিভিন্ন বিষয় দেখভাল করতে পারছিলেন না, সেই সময় দীর্ঘদিন ধরে পার্লামেন্টে মনমোহন সিংয়ের অনুপস্থিতির কারণে এমপিদের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ বন্ধ হয়ে যায়।’