স্বামীর সঙ্গে ঝগড়ার পর পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেললেন স্ত্রী

গঙ্গা নদী। এএফপি প্রতীকী ছবি
গঙ্গা নদী। এএফপি প্রতীকী ছবি

স্বামীর সঙ্গে বাড়িতে বসে ঝগড়ার পর রাগে পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেলেছেন এক নারী। ভারতের উত্তর প্রদেশের ভাধহি জেলায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার তা জানাজানি হয়। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাম বদন সিং জানান, প্রায় এক বছর ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মৃদুল যাদবের সঙ্গে স্ত্রী মঞ্জু যাদবের ঝগড়াঝাটি চলে আসছে। সবশেষ শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আরেক দফা তুমুল ঝগড়া হয়। স্বামীর সঙ্গে এই ঝগড়ার জেরে স্ত্রীর মাথায় রাগ চাপে। তিনি হত্যার উদ্দেশ্যে তাঁদের পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেলেন।

শনিবার রাতে সন্তানদের ছুড়ে ফেলার পর ওই নারী গঙ্গার ধারে বসে ছিলেন। গতকাল সকালে গ্রামবাসীর কাছে নিজেই ঘটনাটি বলেন।

পুলিশ জানায়, ওই নারী গঙ্গার যে স্থানে পাঁচ সন্তানকে ছুড়ে ফেলেছেন, সেখানকার গভীরতা বেশি। পাঁচ সন্তানকে উদ্ধারে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।