হাতিরও কি হেলমেট চাই

হেলমেট নিয়ে যাচ্ছে হাতি
ছবি: সংগৃহীত

পথের ধারে মোটরসাইকেলের ওপর রাখা একটি হেলমেট, আর তাতেই কিনা চোখ আটকে গেল মস্ত এক হাতির। হাঁটা থামিয়ে হেলমেটটি শুঁড়ে তুলে পরীক্ষা করতে লেগে গেল। শুধু কি তাই? পরীক্ষা শেষে মুখে পুরে নিয়ে গেল সেটি। হয়তো পছন্দ হয়ে গিয়েছিল ভীষণ! এদিকে হেলমেটের মালিকের অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কী–ই বা করার ছিল। হাতি ও হেলমেটের এমন মজার একটি ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, মজার এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। এমনিতে বনজঙ্গল ঘেরা রাজ্য আসাম। সেখানকার বনে হাতিসহ রয়েছে নানা প্রাণী। ওই দিন আসামের রাজধানী গুয়াহাটির নারেঙ্গি সেনাক্যাম্পে পথের ধারে মোটরসাইকেল রেখেছিলেন একজন। সঙ্গে ছিল কালো রঙের একটি হেলমেট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই সময় মস্ত একটি হাতি ওই পথ দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেল দেখে থমকে দাঁড়ায় হাতিটি। তবে বাহনটি নিয়ে হাতির কোনো আগ্রহ দেখা যায়নি। যত আগ্রহ হেলমেট ঘিরে। শুরুতে হাতিটি মোটরসাইকেল থেকে হেলমেটটি শুঁড়ে তুলে নেয়। বিশেষজ্ঞের মতো পরীক্ষা করে সেটিকে। তারপর কী বুঝে সেটাকে মুখে পুরে নেয়। এরপর আপনমনে পথ চলতে শুরু করে।

এদিকে দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি ভিডিও করেন মোটরসাইকেলের মালিক। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আরেহ, আমার হেলমেট নিয়ে গেল।’ হাতির উদ্দেশে হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘আমার হেলমেট রেখে যাও। নইলে আমি ফিরব কীভাবে?’ তবে হেলমেটপ্রেমী হাতি তাঁর সেই কথা কানে তোলেনি।

ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা সুশান্ত নন্দা মজার এই ভিডিও টুইটারে শেয়ার করেছেন। আরও অনেকে শেয়ার করে হাতির স্বাস্থ্য নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, ধাতব হেলমেট পেটে চলে গেলে অসুস্থ হতে পারে হাতিটি। একজন লিখেছেন, ‘এখন হাতিটির কী হবে?’ অন্য একজন লিখেছেন, ‘দয়া করে আমাকে বলুন, হাতিটির পরে কী হয়েছে? আমি উদ্বিগ্ন।’

তবে সবাইকে উদ্বিগ্ন হতে মানা করেছেন গুয়াহাটি ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও জয়ন্ত ডেকা। তিনি জানান, হেলমেটটির প্রতি অল্পতেই আগ্রহ হারিয়ে ফেলে ওই হাতি। কিছু দূর গিয়েই সেটি মুখ থেকে ফেলে দেয় সে। যদিও ছুড়ে ফেলার আগে হেলমেটটি চিবিয়ে স্বাদ পরীক্ষার চেষ্টা করেছিল হাতিটি। সেটি আর ব্যবহার উপযোগী নেই।