৬ মাসের মধ্যে গতকাল পশ্চিমবঙ্গে করোনা শনাক্ত ও মৃত্যু সর্বনিম্ন

পশ্চিমবঙ্গে করোনা শনাক্তে নমুনা নেওয়া হচ্ছে
ফাইল ছবি

গত ছয় মাসের মধ্যে গতকাল সোমবার পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণে শনাক্ত ও মৃত্যুর হার ছিল সর্বনিম্ন। গতকাল সন্ধ্যায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে ১ হাজার ২৮ জন আর মারা গেছে ২৭ জন।

এখন এই রাজ্যের বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করোনায় সংক্রমিত রোগীর রয়েছে ১৩ হাজার ১৬১ জন। এবার এই রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫ লাখ ৪৮ হাজার ৪৭১ জন। মারা গেছেন ৯ হাজার ৬২৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ২৫ হাজার ৬৮৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৯৩ হাজার ৮২১ জনের।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও বলা হয়েছে, গতকাল সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায়। আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। সব মিলিয়ে এখন এই জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮০১। মারা গেছে ২ হাজার ৩০৭ জন। সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সংক্রমণ হয়েছে ২০০ জন। সব মিলিয়ে এখন কলকাতায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৪৩৭। মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৩৩।

সংক্রমণের নিরিখে গতকাল এই রাজ্যে তৃতীয় স্থানে ছিল হাওড়া। এখানে সংক্রমিত হয়েছেন ৭১ জন। সব মিলিয়ে হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪১৮ জন। মারা গেছেন ৯৯৬ জন।

চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিং জেলা। এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৪ জন। সব মিলিয়ে এই জেলায় সংক্রমিত মানুষের সংখ্যা ১৭ হাজার ৭০২ জন। আর মৃত মানুষের সংখ্যা ১৯৭।
পঞ্চম স্থানে ছিল হুগলি জেলা। এই জেলায় গতকাল সংক্রমিত হয়েছেন ৬২ জন। সব মিলিয়ে এই জেলায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩১৫ জন। আর মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৪।