অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা
ফাইল ছবি ছবি: রয়টার্স

প্রিন্সেস অব ওয়েলস ডায়ানাকে বলা হয় ‘জনমানুষের রাজকন্যা’। তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন তিনি। চার্লসের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বরাবর আলোচনায় ছিলেন ডায়ানা। তাঁর ফ্যাশন–সচেতনতা আজও নজর কাড়ে।

১৯৬১ সালের ১ জুন যুক্তরাজ্যের নরফোক এলাকার স্যানড্রিংহামে জন্ম হয় ডায়ানার। আর ১৯৯৭ সালের ৩১ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। বিশ্বজুড়ে অসংখ্য গুণমুগ্ধকে কাঁদিয়ে চিরবিদায় নেন ‘জনমানুষের রাজকন্যা’। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানার সঙ্গে থাকা প্রেমিক পাকিস্তানি বংশোদ্ভূত দোদি আল-ফায়েদও।

চার্লস-ডায়ানা দম্পতির দুই সন্তান, উইলিয়াম ও হ্যারি। বড় ছেলে প্রিন্স উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী। আর ছোট ছেলে প্রিন্স হ্যারি স্ত্রী-সন্তান নিয়ে ২০২০ সালে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে থিতু হয়েছেন।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: প্রথম স্মার্টফোন এল বাজারে

সৌরচালিত গাড়ির প্রদর্শনী

সময়টা ১৯৫৫ সালের ৩১ আগস্ট, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত একটি প্রদর্শনী সংবাদমাধ্যমের নজর কেড়ে নেয়। ওই প্রদর্শনীতে একটি গাড়ি ছিল। এর নাম ‘সানমোবাইল’। গাড়িটি বানিয়েছে বিখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস। এর বিশেষত্ব হলো, সৌরশক্তি ব্যবহার করে গাড়িটি চালানো যায়। এটি বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত গাড়ি।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: প্লুটো হলো বামন গ্রহ

প্রজেক্টর আবিষ্কার

মার্কিন উদ্ভাবক থমাস এডিসন ১৮৯৭ সালের এই দিনে নতুন একটি যন্ত্রের পেটেন্ট নেন। এর নাম কিনেটোস্কোপ। এডিসনের উদ্ভাবন করা এই যন্ত্রে চলন্ত ছবি দেখা যেত। আধুনিক প্রজেক্টরের আদি সংস্করণ ধরা হয় এটিকে।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: হ্যাশট্যাগের প্রথম ব্যবহার

অঙ্গ প্রতিস্থাপনের নজির

অস্ত্রোপচার
প্রতীকী ছবি: রয়টার্স

চিকিৎসা জগতে ১৯৬৮ সালের ৩১ আগস্ট বিশেষ একটি দিন। ওই দিন মার্কিন শল্যচিকিৎসক মিখায়েল ডেবেকি মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনে অনন্য নজির গড়েন। তিনি একজন দাতার শরীর থেকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড, ফুসফুস ও দুটি কিডনি সংগ্রহ করেন। পরে তা আলাদা আলাদা চারজন গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হয়। একজনের অঙ্গ বিভিন্নজনের শরীরে প্রতিস্থাপনের ঘটনা বিশ্বে এটাই প্রথম।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: স্কুল থেকে বেরিয়ে গ্রেটার আন্দোলন শুরু

সারা রামিরেজের জন্মদিন

জনপ্রিয় মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী ও সংগীতশিল্পী সারা রামিরেজ। জন্ম মেক্সিকোতে হলেও পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। কাজ করেছেন ব্রডওয়েতে। পরবর্তী সময় টিভি অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন সারা। কাজ করেছেন চলচ্চিত্রেও। আজ সারার জন্মদিন। ১৯৭৫ সালের এ দিনে তাঁর জন্ম।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: গোলাপের নতুন জাত আবিষ্কার