প্যারালিম্পিকসে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা অংশ নেন
ফাইল ছবি: রয়টার্স

ইতালির রোমে ১৯৬০ সালের ১৮ সেপ্টেম্বর বসেছিল অলিম্পিকের বিশেষ আসর। এতে অংশ নেন ২৩টি দেশের ৪০০ খেলোয়াড়। তাঁদের সবাই ছিলেন বিশেষভাবে সক্ষম ব্যক্তি। এই আসরে বাস্কেটবল ও আর্চারির মতো প্রতিযোগিতায় অংশ নেন তাঁরা। আসরটি বিশ্বের প্রথম প্যারালিম্পিক হিসেবে পরিচিত।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: ইন্টারপোলের যাত্রা শুরু

মহাকাশে লাতিন আমেরিকার প্রথম নভোচারী

আর্নাল্দো তামায়ো মেনদেজ—একজন নভোচারী। কিউবার এই নাগরিক ১৯৮০ সালের এ দিনে মহাকাশ ভ্রমণে যান। লাতিন আমেরিকার প্রথম নভোচারী হিসেবে তিনি মহাকাশে গিয়েছিলেন।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: ডায়ানার শেষকৃত্য

ক্যাপিটল ভবনের ভিত্তি স্থাপন

ওয়াশিংটনের ক্যাপিটল ভবন
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল। ১৮৭৩ সালের ১৮ সেপ্টেম্বর ওয়াশিংটনে আইকনিক এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। ভবনটির নির্মাণকাজ শেষ হতে প্রায় ১০০ বছর লাগে। বর্তমানে এ ভবনেই মার্কিন পার্লামেন্টের দুই কক্ষ-প্রতিনিধি পরিষদ ও সিনেটের অধিবেশন বসে।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: হ্যাশট্যাগের প্রথম ব্যবহার

রোনালদোর জন্মদিন

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন স্ট্রাইকার রোনালদো
ফাইল ছবি: রয়টার্স

রোনালদো—ব্রাজিলের ফুটবলের মহাতারকাদের একজন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ধরা হয় তাঁকে। তিনবার ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন তিনি। আজ রোনালদোর জন্মদিন। ১৯৭৬ সালের এই দিনে ব্রাজিলে জন্ম নেন রোনালদো।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: প্রথম স্মার্টফোন এল বাজারে