ইতিহাসের এই দিনে: নেফারতিতির আবক্ষ মূর্তির সন্ধান
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৬ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
প্রাচীন মিসরের রানি নেফারতিতি। তিনি ছিলেন বিখ্যাত ফারাও আখেনাতেনের রাজমহিষী। ১৯১৩ সালের ৬ ডিসেম্বর তাঁর একটা আবক্ষ মূর্তি খুঁজে পাওয়া যায়। মূর্তিটি আনুমানিক তিন হাজার বছরের বেশি সময় আগে বানানো।
জার্মান প্রত্নতাত্ত্বিক লুডভিগ বোরচার্ডের নেতৃত্বে একটা দল মিসরের আমারনা শহরে মূর্তিটির সন্ধান পায়। নেফারতিতির আবক্ষ মূর্তিটি রাখা হয়েছে বার্লিনের নিউয়েস জাদুঘরে।
ওয়াশিংটন মনুমেন্টের নির্মাণ সমাপ্ত
ওয়াশিংটন মনুমেন্ট—একটি স্মৃতিস্তম্ভ, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত আইকনিক একটি স্থাপনা। ১৮৮৪ সালের ৬ ডিসেম্বর এ স্থাপনার নির্মাণকাজ শেষ হয়। দেশটির প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্মরণে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।
ক্যাপশন:
অ্যাংলো-আইরিশ চুক্তি সই
১৯২১ সালের ৬ ডিসেম্বর। ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডের নেতাদের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি সই হয় এদিন। এ চুক্তির মধ্য দিয়ে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের সমাপ্তি ঘটে। এর বছরখানেক পর যাত্রা শুরু হয় আধুনিক স্বাধীন আয়ারল্যান্ডের।
অ্যান্ড্রু ফ্লিনটফের জন্মদিন আজ
ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেটারদের একজন অ্যান্ড্রু ফ্লিনটফ। শুধু ক্রিকেটের মাঠে নয়, অবসরের পর টেলিভিশন উপস্থাপক হিসেবেও খ্যাতি পেয়েছেন তিনি। আজ ফ্লিনটফের জন্মদিন। ১৯৭৭ সালের এদিনে তাঁর জন্ম।