ইতিহাসের এই দিনে: হত্যা করা হয় মহাত্মা গান্ধীকে

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩০ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

মহাত্মা গান্ধী

ভারতের স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী নামে তিনি পরিচিত। ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলন করা এবং ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিদায় করতে তাঁর ভূমিকা অগ্রগণ্য। ভারতের উপনিবেশ–মুক্তির পরপর ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লিতে গান্ধীকে হত্যা করা হয়। হিন্দু উগ্রবাদীরা ৭৮ বছর বয়সী গান্ধীকে হত্যা করেন।

প্রথম আধুনিক ঝুলন্ত সেতুর উদ্বোধন

মেনাই সাসপেনশন ব্রিজ—ওয়েলসের একটি ঝুলন্ত সেতুর নাম। আধুনিক বিশ্বের প্রথম ঝুলন্ত সেতু ধরা হয় এটিকে। ১৮২৬ সালের ৩০ জানুয়ারি সেতুটির উদ্বোধন করা হয়েছিল।

জার্মানির চ্যান্সেলর হন হিটলার

নাৎসি নেতা এডলফ হিটলার
ফাইল ছবি: রয়টার্স

সময়টা ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি, জার্মানির চ্যান্সেলর পদে শপথ নেন এডলফ হিটলার। তাঁর সময়ে জার্মানিতে নাৎসিদের চরম উত্থান ঘটে। দেশটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে ফেলেন হিটলার। ওই সময় ইহুদিদের নিধনের জন্য ঘৃণিত ব্যক্তিতে পরিণত হন তিনি।

মৃত্যুদণ্ড হয় রাজা চার্লসের

যুক্তরাজ্যের সিংহাসনে বসেছিলেন রাজা প্রথম চার্লস। বিশ্বাসঘাতকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৬৪৯ সালের ৩০ জানুয়ারি লন্ডনের হোয়াইট হলে প্রকাশ্যে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।