গ্যারেজে ঢুকে পড়ল ‘রাগী’ ভালুক
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বাসিন্দা অ্যালেক্স গোল্ড। সম্প্রতি তিনি এক ভয়ানক পরিস্থিতির মুখে পড়েন। দরজা খোলা পেয়ে তাঁর বাড়ির গ্যারেজে ঢুকে পড়েছিল এক ‘রাগী’ ভালুক। পরে ভালুকটি তাঁর মুখোমুখি হয়। তাঁর দিকে তেড়ে আসে। তিনি নিজেকে রক্ষার চেষ্টা করেন।
রোমহর্ষ এ দৃশ্য ধরা পড়ে নিরাপত্তা ক্যামেরায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অ্যালেক্স।
বাড়ির গ্যারেজের সামনে গাড়ি রেখে অ্যালেক্স বাজারসদাই ঘরে রাখতে গিয়েছিলেন। মূলত এই ফাঁকেই খোলা দরজা দিয়ে গ্যারেজে ঢুকে পড়ে বড় ভালুকটি। তবে এর কিছুই জানতেন না অ্যালেক্স।
প্যান্টের ডান পকেটে এক হাত ঢুকিয়ে অ্যালেক্স হেলেদুলে গাড়ির কাছে ফিরছিলেন। উদ্দেশ্য, গাড়িটি গ্যারেজে ঢুকিয়ে রাখা।
অ্যালেক্সের আসার শব্দ পেয়েই কি না হঠাৎ গ্যারেজের ভেতর থেকে ছুটে বেরিয়ে আসে কালো রঙের ভালুকটি। গ্যারেজের সামনে মুখোমুখি হয় অ্যালেক্স ও ভালুকটি।
ভিডিওতে দেখা যায়, গ্যারেজের ভেতর থেকে ছুটে আসা ভালুকটির সঙ্গে ধাক্কা লাগার ঠিক আগমুহূর্তে কোনোমতে নিজেকে সামলে নেন অ্যালেক্স। আত্মরক্ষার্থে কয়েক পা পিছিয়ে যান তিনি।
মানুষের মুখোমুখি হয়ে ভালুকটি আক্রমণাত্মক হয়ে ওঠে। ভালুকটি তার দাঁতমুখ খিঁচিয়ে অ্যালেক্সের দিকে তেড়ে যায়।
রাগী ভালুকটির আক্রমণ থেকে বাঁচতে অ্যালেক্স কয়েকবার জোরে হাত দিয়ে তালি বাজান। জোরে জোরে শব্দ করেন। ধীরে ধীরে পেছনের দিকে সরেন। এভাবে তিনি নিজেকে রক্ষার চেষ্টা করেন।
ভালুকটির সঙ্গে একটি শাবকও ছিল। মা ভালুকটিকে দেখে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখেন অ্যালেক্স। পরে অ্যালেক্স কানাডার সিটিভি নিউজকে বলেন, তিনি তাঁর গাড়ির কাছে ফিরে আসেন। অমনি ভালুকটির সঙ্গে তাঁর প্রায় লেগে যাচ্ছিল। শেষ পর্যন্ত নিজের গাড়ির ভেতর প্রবেশ করতে সক্ষম হন অ্যালেক্স। গাড়িতে ঢুকে তিনি জোরে হর্ন বাজান। হর্নের শব্দে ভয় পেয়ে শাবককে নিয়ে পালিয়ে যায় মা ভালুকটি।
ভালুকের মুখোমুখি হয়ে অ্যালেক্স যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন, তার প্রশংসা করেছেন অলাভজনক সংস্থা ওয়াইল্ডসেফবিসির প্রোগ্রাম ম্যানেজার লিসা লোপেজ। তিনি বলেন, সব সময় মনে রাখতে হবে, এ ধরনের পরিস্থিতিতে ভয় পেয়ে দৌড় দেওয়া যাবে না।