যুদ্ধে ‘বাউন্সিং বোমার’ প্রথম ব্যবহার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৬ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাজ্য প্রথমবারের মতো ‘বাউন্সিং বোমা’ ব্যবহার করে জার্মানিতে হামলা চালায়
প্রতীকী ছবি: রয়টার্স

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নতুন একধরনের বোমা ব্যবহার করে যুক্তরাজ্য। ১৯৪৩ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী জার্মানির রুহর অঞ্চলে ব্যাপক অভিযান চালায়। এ অভিযানে ব্রিটিশ সেনারা সম্পূর্ণ নতুন একধরনের বোমা ব্যবহার করে, যা ‘বাউন্সিং বোমা’ বলে পরিচিত। এই বোমা পানির ওপর লাফিয়ে লাফিয়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হতে পারে। বাউন্সিং বোমার আঘাতে সেদিন জার্মানির ওই এলাকায় কয়েকটি বাঁধ ধসে পড়ে। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। প্রাণ যায় ওই অঞ্চলের প্রায় ১ হাজার ৩০০ মানুষের।

ওজোন স্তরে ছিদ্রের সন্ধান

দক্ষিণ মেরুর ওজোন স্তরে বিশাল একটি ছিদ্র রয়েছে। এর আয়তন ১ কোটি ৮৯ লাখ বর্গকিলোমিটার বা প্রায় ৭৩ লাখ বর্গমাইল। অ্যান্টার্কটিকায় কর্মরত ব্রিটিশ বিজ্ঞানীরা এই ছিদ্র শনাক্ত করেছিলেন। ১৯৮৫ সালের এই দিনে ওজোন স্তরের ছিদ্র পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ফুট ভলিবলের প্রথম প্রতিযোগিতা

ফুটবল খেলা হয় পা দিয়ে। আর ভলিবল হাত দিয়ে। কিন্তু বিচিত্র একটি খেলা ‘ফুট ভলিবল’। এতে দুই দলের খেলোয়াড় পা দিয়ে একটি বল নিয়ে খেলেন। কিন্তু দুই দলের মাঝে ভলিবলের মতো একটি নেট থাকে। তাঁরা হাতের বদলে পা দিয়ে বল নেট পার করার চেষ্টা করেন। খেলাটি দক্ষিণ–পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বেশ জনপ্রিয়। ১৯৪৫ সালের এই দিনে প্রথমবারের মতো ফুট ভলিবলের প্রতিযোগিতামূলক আসর বসেছিল মালয়েশিয়ায়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় বেশ জনপ্রিয় একটি খেলা ফুট ভলিবল
ফাইল ছবি: রয়টার্স

অস্কারের প্রথম আসর

চলচ্চিত্রজগতের সবচেয়ে বড় ও জমকালো সম্মাননা অস্কার। হলিউডের সীমানা ছাড়িয়ে অস্কারের গৌরব বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিবছরই অস্কারের আসরে বছরের সেরা সিনেমা, পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীদের সম্মান জানায় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ১৯২৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো অস্কারের আসর বসেছিল।

দক্ষিণ আমেরিকার দেশ চিলির একটি রুপার খনি
ফাইল ছবি: রয়টার্স

খোঁজ মেলে বিপুল পরিমাণ রুপার

বিভিন্ন ধরনের খনিজ উত্তোলনের জন্য দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিশেষ খ্যাতি রয়েছে। বিশেষত রুপা উত্তোলনে চিলি সুপরিচিত। ১৮৩২ সালের এই দিনে চিলির খনিজ উত্তোলক হুয়ান গোদোয় দেশটির কোপিয়াপো এলাকার পাশে মাটির নিচে বিপুল পরিমাণ রুপার সন্ধান পান। চিলির রুপা উত্তোলনশিল্প এ ঘটনা নতুন যুগের সূচনা ঘটায়।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন