শাড়ি পরে ম্যারাথনে ৮০ বছরের নারী

শাড়ি পরে ম্যারাথনে দৌড়াচ্ছেন ভারতী
ছবি ভিডিও থেকে নেওয়া

ভারতের মুম্বাইয়ে গত রোববার বসেছিল টাটা মুম্বাই ম্যারাথনের ১৮তম আসর। এতে ৫৫ হাজারের বেশি মানুষ অংশ নেন। তবে বিশাল এই আয়োজনে আলাদা করে নজর কেড়েছেন এক নারী। বয়স আশির কোটা ছুঁয়েছে তাঁর। খবর এনডিটিভির।

প্রবীণ ওই নারীর নাম ভারতী। মুম্বাই ম্যারাথনে ভারতীর অংশ নেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর নাতনি ডিম্পল মেহতা ফার্নান্দেজ। ইনস্টাগ্রামে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, চশমা চোখে অন্য প্রতিযোগীদের সঙ্গে শাড়ি পরে ম্যারাথনে দৌড়াচ্ছেন তিনি। হাতে ভারতের জাতীয় পতাকা। গলায় ঝুলছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আইডি কার্ড। পায়ে নীল রঙের স্নিকার্স।

জানা গেছে, এবারের মুম্বাই ম্যারাথনে ৪ দশমিক ২ কিলোমিটার দৌড়েছেন ভারতী। সময় নিয়েছেন ৫১ মিনিট। ভিডিওটি আপলোড করে ক্যাপশনে ডিম্পল মেহতা লিখেছেন, ‘আমার ৮০ বছর বয়সী নানির দৃঢ়তা ও একাগ্রতা দেখে অনুপ্রাণিত হই আমি। তিনি গত রোববার টাটা মুম্বাই ম্যারাথনে দৌড়েছেন।’ এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে এবারই প্রথম ম্যারাথনে অংশ নিলেন ভারতী, এমনটা নয়। এবার নিয়ে পাঁচবার মুম্বাই ম্যারাথনে দৌড়ালেন তিনি। এ জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এই বয়সে টানা দৌড়ানোর জন্য নিজেকে তৈরি করেছেন। সংবাদমাধ্যমকে ভারতী জানান, ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রতিদিন নিয়ম মেনে দৌড়াতেন তিনি। সুস্থ থাকার জন্য বাছবিচার করে খাওয়াদাওয়া করতেন।

তরুণদের জন্য আপনার পরামর্শ কী, এমন প্রশ্নের জবাবে ভারতীর উত্তর, প্রচুর হাঁটতে ও দৌড়াতে হবে।

উল্লেখ্য, প্রতিবছরের জানুয়ারির তৃতীয় রোববার টাটা মুম্বাই ম্যারাথনের বার্ষিক আসর বসে। তবে করোনা মহামারির কারণে মাঝে এই আয়োজন বন্ধ ছিল। করোনা-পরবর্তী সময়ে এবার প্রথম বসেছিল ম্যারাথনের এই আসর।