নিউজিল্যান্ডে নির্বাচনে জয় পেয়েছে ডানপন্থী ন্যাশনাল পার্টি

ন্যাশনাল পার্টির নেতা ক্রিস্টোফার লুক্সন
ফাইল ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল ন্যাশনাল পার্টির নেতা ক্রিস্টোফার লুক্সন জয় পেয়েছেন। তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। স্থানীয় সময় আজ শনিবার রাতে তাঁকে ফোন করে পরাজয় স্বীকার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স।

রেডিও নিউজিল্যান্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয়ের পর তাঁর হয়ে নির্বাচনী প্রচার চালানোর জন্য সমর্থকদের ধন্যবাদ জানান ক্রিস হিপকিন্স। তিনি বলেন, ‘নির্বাচনে আমরা যেমনটি চেয়েছিলাম, তেমন ফলাফল আসেনি।’

২০২০ সালে নিউজিল্যান্ডের পার্লামেন্টে প্রথম পা রাখেন ক্রিস্টোফার লুক্সন। ২০২১ সালের নভেম্বরে তিনি বিরোধীদলীয় নেতা হন। লুক্সনের নির্বাচনী প্রচারে মধ্যম আয়ের নাগরিকদের ওপর কর কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ ছাড়া অপরাধ দমনের বিষয়টিতেও জোর দেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, এখনো আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যায়নি। তবে পূর্ভাবাস অনুযায়ী, ন্যাশনাল পার্টি পার্লামেন্টে ৫২টি আসন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে লেবার পার্টি ৩৩টি, গ্রিন পার্টি ১৩টি, অ্যাক্ট পার্টি ১২টি, এনজেড ফার্স্ট ৮টি ও তে পাটি মাওরি ৪টি আসন পাবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

২০২৩ সালে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল নিউজিল্যান্ডের অর্থনীতি, বিশেষ করে জীবনযাপনের ব্যয় বৃদ্ধি। চীনে অর্থনীতির গতি কমে আসার বড় প্রভাব পড়েছে নিউজিল্যান্ডের ওপর। কারণ, দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এ ছাড়া ইউক্রেন যুদ্ধের কারণেও হোঁচট খেয়েছে দেশটির অর্থনীতি।