সিডনির শপিং মলে হামলার লক্ষ্য ছিলেন নারীরা: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনি শহরের ওয়েস্টফিল্ড মলে ছুরি নিয়ে হামলার পর আতঙ্কে কয়েকজনছবি: এএফপি

অস্ট্রেলিয়ার সিডনির শপিং সেন্টারে ছুরি নিয়ে হামলার লক্ষ্য ছিলেন শুধু নারীরা। গত শনিবার সেখানে ছুরি হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এতে ছয়জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।

হামলায় নিহতদের মধ্যে পাঁচজনই নারী। অস্ট্রেলিয়ার পুলিশ নিশ্চিত করেছেন, হামলাকারীর লক্ষ্যবস্তু ছিলেন শুধু নারীরাই।

হামলাকারীর পরিচয় জানিয়েছে পুলিশ। তাঁর নাম জোয়েল কাউচি। তাঁর বয়স ৪০ বছর। আহত ব্যক্তিদের মধ্যে একটি মেয়েশিশুও রয়েছে।

দ্য নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে বলেন, কাউচি নিশ্চয়ই নারীদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছেন। হামলায় কেবল একজন পুরুষ নিহত হন। তিনি নিরাপত্তারক্ষী ফারাজ তাহের। তাঁর বয়স ৩০ বছর।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবিসি নিউজকে এক বার্তায় বলেন, হামলাকারী কেবল নারীদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন, তা গোয়েন্দা বিভাগের কাছেও স্পষ্ট। তবে হামলার কারণ স্পষ্ট নয়।

স্থানীয় গণমাধ্যম বলছে, হামলায় আহত চারজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও আটজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন