গাজায় হাসপাতাল রক্ষায় ইসরায়েলের প্রতি বাইডেনের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করছেন, গাজার হাসপাতালে ধ্বংসাত্মক কর্মকাণ্ড কমিয়ে দেবে ইসরায়েল। হাসপাতাল রক্ষা করতে হবে। এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এরপর গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালায় ইসরায়েল। তাদের নির্বিচার বোমাবর্ষণে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু।
বিমান হামলার পর স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূল করার নামে একের পর এক হাসপাতালে হামলা চালায় তারা। সর্বশেষ আল-শিফা হাসপাতালেও তারা হামলা চালায় বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে ইনকিউবেটরে রাখা দুই শিশু মারা গেছে। তিনি বলেন, হাসপাতালের সর্বমোট ৪৫ শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন

গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে এবং মানুষের চলাচলের সুযোগ করে দিতে ‘মানবিক বিরতির’ অনুরোধ করেছে অনেক দেশ। তবে কিছু কিছু দেশ সংঘাত নিরসনে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

গত সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন চার ঘণ্টার বিরতি দিতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার গাজার আটটি স্থানের একটি মানচিত্র প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, এসব স্থানে গত বুধবার থেকে দৈনিক চার ঘণ্টার বিরতি দেওয়া হচ্ছে। এর মধ্যে গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাই বেশি। তবে গতকাল দক্ষিণের রাফাহ সিটিতেও চার ঘণ্টার যুদ্ধবিরতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।