পবিত্র রমজানে একাধিকবার ওমরাহ পালনের অনুমতি দেবে না সৌদি আরব

পবিত্র কাবা ঘরফাইল ছবি: রয়টার্স

পবিত্র রমজান মাসে একাধিকবার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। মূলত পবিত্র স্থানগুলোতে বাড়তি ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজানে এক মাস সিয়াম সাধনা করবেন মুসলিমরা। বিশ্ব মুসলিমের পবিত্রতম স্থান সৌদি আরবের মসজিদুল হারামে ওমরাহ পালনের সর্বোচ্চ মৌসুম হিসেবে ধরা হয় এ মাসকে। অর্থাৎ রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালনে পবিত্র মসজিদুল হারামে সমবেত হন।

সৌদি আরব কর্তৃপক্ষ বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা।

সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে কাউকে দুই বা ততোধিকবার ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রণালয় আরও বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা। সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

এদিকে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।