ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতে প্রাণ গেছে ৬৩ সাংবাদিকের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ৬৩ সাংবাদিকের প্রাণ গেছে। তাঁদের মধ্যে দায়িত্বপালনকালে ১৭ সাংবাদিক নিহত হয়েছেন।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।
প্যারিসভিত্তিক আরএসএফ জানিয়েছে, দায়িত্বপালনকালে নিহত ১৭ সাংবাদিকের মধ্যে ১৩ জনই গত ৭ অক্টোবর ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দায়িত্বপালনের সঙ্গে সম্পর্কিত নয়, এমন পরিস্থিতিতে প্রাণ হারানো সাংবাদিকদের সংখ্যা অন্তর্ভুক্ত করলে তা দাঁড়ায় ৬৩ জনে। তাঁদের মধ্যে ৫৬ জনই গাজায় নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে প্রাণ হারান ১ হাজার ২০০ জন। এ তথ্য ইসরায়েল সরকারের।
ওই দিনই অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই মাস পেরিয়ে গেলেও নির্বিচার বোমা হামলা এখনো চলছে। সেই সঙ্গে চলছে স্থল অভিযান। তবে মাঝে কয়েক দিন যুদ্ধবিরতি কার্যকর ছিল।
হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে একের পর এক ইসরায়েলি বোমা হামলায় ১৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যেও মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা যুদ্ধ চালিয়ে যাবেন। কোনো কিছুতেই ইসরায়েলকে থামানো যাবে না।