পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ৫ ফিলিস্তিনি তরুণ নিহত

পশ্চিম তীরে রামাল্লায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত দুই তরুণের মরদেহ নিয়ে যাচ্ছেন তাঁদের স্বজন ও স্থানীয় লোকজন
ছবি: রয়টার্স

ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার পশ্চিম তীরের রামাল্লা ও নাবলুস শহরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস) বলছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে নাবলুস শহরের অদূরে দুজন এবং রামাল্লায় তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে গাজায় একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা করে। এ হামলায় হাসপাতালে থাকা ৪৭১ জন নিহত হয়েছেন। এরই প্রতিবাদে গতকাল বিক্ষোভ করছিলেন এসব তরুণ। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসে নিহত দুই তরুণ হলেন নাজিহ হজ আলি (২৪) ও নায়েল দোয়াইকাত (২৬)।

রামাল্লায় যে তিনজন নিহত হয়েছন, তাঁরা একে অপরের ভাই বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাঁরা হলেন ২১ বছরের মো. আবদেল আল–রহমান, কাইস শালাস (১৮) ও খলিল শালাস (১৬)।

ইসরায়েলে ৭ অক্টোবর গাজার শাসকগোষ্ঠী হামাস হামলা চালায়। এর পর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। টানা ১১ দিনের হামলায় গাজায় অন্তত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলি ও অবৈধ বসত স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক।