সম্পর্ক উন্নয়নে সৌদি আরব সফরে গেলেন আল–শারা
সম্পর্ক উন্নয়নে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারা প্রথম বিদেশ সফরে গতকাল রোববার সৌদি আরব গেছেন। গত ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে উৎখাতের পর এটাই আল–শারার প্রথম আন্তর্জাতিক সফর।
সৌদি আরব সফরে আল–শারার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল–শাইবানি। সৌদি টেলিভিশন চ্যানেল আল–একবারিয়ার তথ্য অনুযায়ী, গতকাল আল–শারার উড়োজাহাজ সৌদি পৌঁছানোর পর দেশটির কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিয়ার প্রেসিডেন্ট আল–শারা তাঁর এ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আল–শারার বৈঠক হয়।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আল–শারা। এ বিদ্রোহী গোষ্ঠী গত ডিসেম্বরে বাশার সরকারকে উৎখাত করে। গত বুধবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আল–শারার নাম ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রথম তাঁকে অভিনন্দন জানান।
সিরিয়ার কর্তৃপক্ষ ধনী উপসাগরীয় দেশগুলোর কাছে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা চাইছে।