নেতানিয়াহুর একসময়ের প্রতিপক্ষ যোগ দিলেন ইসরায়েল সরকারে
বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের সরকারে যোগ দিয়েছেন দেশটির বিরোধী রাজনীতিক গিডিয়ন জন। তিনি একসময় নেতানিয়াহুর কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।
ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ করছে ইসরায়েল। এ যুদ্ধ তত্ত্বাবধান করছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এটা দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা হিসেবেও পরিচিত।
নেতানিয়াহুর এই মন্ত্রিসভায় যোগ দিয়েছেন ৫৭ বছর বয়সী গিডিয়ন। তবে তাঁকে আপাতত কোনো দপ্তর দেওয়া হয়নি। গতকাল রোববার নেতানিয়াহু নিজেই এ কথা জানিয়েছেন।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে গিডিয়নের রাজনৈতিক দলের চারটি আসন রয়েছে। তাদের সমর্থন পাওয়ায় পার্লামেন্টে প্রয়োজনীয় ৬৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পাবেন নেতানিয়াহু।
এই পদক্ষেপ যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারপ্রধান নেতানিয়াহুর জোট সম্প্রসারণ এবং নিজের রাজনৈতিক অবস্থান আরও পোক্ত করার ইঙ্গিত দেয়।
গিডিয়নকে সরকারে স্বাগত জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। সেই সঙ্গে যুদ্ধ পরিচালনাকে প্রভাবিত করতে পারে এমন ফোরামগুলোয় আমি তাঁর সহায়তা প্রত্যাশা করব।’
নেতানিয়াহু একজন ডানপন্থী নেতা হিসেবে বিশ্বে পরিচিত। আদর্শগতভাবে গিডিয়নের অবস্থান আরও ডান ঘেঁষা। তিনি ইসরায়েলের নিরাপত্তাজনিত কারণে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোর বিরোধী।