ইসরায়েলে ১৫০০ হামাস যোদ্ধার লাশ উদ্ধারের দাবি

গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের টহল
ছবি: এএফপি

ফিলিস্তিনির গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে প্রায় ১ হাজার ৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার এমনটাই দাবি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট আজ সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে প্রায় ১ হাজার ৫০০ হামাস সদস্যের লাশ পাওয়া গেছে। গাজার সঙ্গে থাকা সীমান্তে কম-বেশি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন
আরও পড়ুন

রিচার্ড হেচট আরও বলেন, তাঁরা জানেন, গতকাল সোমবার রাত থেকে কেউ (হামাস সদস্য) গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করেনি। তবে অনুপ্রবেশের ঘটনা এখনো ঘটতে পারে।

রিচার্ড হেচট বলেন, গাজা সীমান্তের আশপাশের সব সম্প্রদায়কে সরিয়ে নেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আরও পড়ুন

গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৯০০ ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, গাজায় প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উভয় পক্ষে আহত হয়েছেন হাজারো ব্যক্তি।

আরও পড়ুন