ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেছবি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট

ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। তিনি বলেন, ‘এটা আমেরিকার যুদ্ধ নয়।’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন, যা তাঁর যুদ্ধ নয়।’

যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এ সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাঈদ খতিবজাদে। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে। নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাঈদ খতিবজাদে এসব কথা বলেন।

ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, এ হামলার লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা। হামলার লক্ষ্যবস্তু হাসপাতাল ছিল না।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের হামলার ঘটনায় ৭১ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ‘নিষ্ক্রিয়’ আরাক ভারী পানি চুল্লি ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা।

আরও পড়ুন

ইসরায়েলি হামলায় ইরানে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে হালনাগাদ তথ্য দেয়নি তেহরান।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নেবেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়াবে কি না।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে জোর দিয়ে বলেন, সংকট নিরসনের ক্ষেত্রে অবশ্যই কূটনীতি তেহরানের প্রথম পছন্দ।

তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এ কথাও বলেন, ‘বোমাবর্ষণ চলতে থাকলে আমরা কোনো আলোচনা শুরু করতে পারি না।’

আরও পড়ুন

ইসরায়েলে ইরানের পাল্টা হামলাকে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন সাঈদ খতিবজাদে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩ জুন যখন সংঘাত নাটকীয়ভাবে বাড়ে, সে সময় তেহরান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই ছিল।

গত শুক্রবার ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। তারা ইরানের কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণুবিজ্ঞানীকে হত্যা করে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। এক সপ্তাহ ধরে ইসরায়েল-ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

আরও পড়ুন
আরও পড়ুন