ইসরায়েলি বাসিন্দাদের সেনাবাহিনী থেকে দূরে থাকতে সতর্ক করল হিজবুল্লাহ

প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহফাইল ছবি: এএফপি

উত্তর ইসরায়েলের আবাসিক এলাকার বাসিন্দাদের ইসরায়েলি সেনা অবকাঠামো থেকে দূরে থাকতে সতর্ক করে দিয়েছে লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। গতকাল শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এ হুঁশিয়ারি দেয়।

হিজবুল্লাহ আরবি ও হিব্রু ভাষায় লেখা এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি শত্রুসেনারা উত্তর ইসরায়েলে সাধারণ মানুষের বাড়িঘরকে যুদ্ধের জন্য ব্যবহার করছেন। হাফিয়া, তিবেরিয়াস, একরসহ বিভিন্ন আবাসিক এলাকায় তাঁদের ঘাঁটি রয়েছে। তাই জীবন নিয়ে নিরাপদে থাকার জন্য ইসরায়েলের বাসিন্দাদের সেনাবাহিনীর আশপাশে না থাকতে সতর্ক করেছে হিজবুল্লাহ।

আরও পড়ুন

ইসরায়েল ও লেবানন সীমান্তে প্রায় এক বছর ধরে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে। সম্প্রতি ইসরায়েল হামলার মাত্রা আরও বাড়িয়েছে।

ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। হিজবুল্লাহ বারবার ঘোষণা দিয়েছে, উত্তর ইসরায়েলে তারা রকেট নিক্ষেপ করছে।

আরও পড়ুন
আরও পড়ুন