ফিলিস্তিনে দূতাবাস খোলার ঘোষণা দিল চিলি

বামপন্থী রাজনীতিক ও সাবেক ছাত্রনেতা গ্যাব্রিয়েল বোরিক গত মার্চে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন
ছবি: রয়টার্স

ফিলিস্তিনে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে চিলি। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এ দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে’ এটা তারই ইঙ্গিত। চিলির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। খবর আল-জাজিরার

চিলির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা গতকাল বৃহস্পতিবার দূতাবাস খোলার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি বলে তিনি জানান। চিলি ফিলিস্তিন ও ইসরায়েল দুই দেশকেই বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

বামপন্থী রাজনীতিক ও সাবেক ছাত্রনেতা বোরিক গত মার্চে দায়িত্ব নেন। রাজধানী সান্তিয়াগো শহরে বসবাসরত ফিলিস্তিনি সম্প্রদায় আয়োজিত এক অনুষ্ঠানে গত বুধবার দূতাবাস খোলার এ ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বোরিক বলেন, ‘এই ঘোষণা দিয়ে আমি একটি ঝুঁকি নিচ্ছি। আমরা ফিলিস্তিনে চার্জ দ্য অ্যাফেয়ার্স থেকে আমাদের সরকারি প্রতিনিধিত্ব বাড়াতে যাচ্ছি। আমরা এখন দূতাবাস খুলতে যাচ্ছি।’

ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বৃহস্পতিবার এসব কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনি জনগণের নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সমর্থনে চিলি ও দেশটির প্রেসিডেন্টের নীতিগত অবস্থান নিশ্চিত করেছে।

চিলিতে বসবাসরত ফিলিস্তিনিদের সংখ্যা তিন লাখ বলে ধারণা করা হয়। তাঁদের অনেকেই বেইত জালা ও বেইত সাহোর গ্রামসহ পশ্চিমতীরের বেথলেহেম এলাকার পরিবার থেকে গিয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে যোগাযোগের অংশ হিসেবে চিলি ১৯৯৮ সালে পশ্চিমতীরের রামাল্লায় একটি কূটনৈতিক প্রতিনিধিত্বমূলক কার্যালয় খোলে। এরপর ২০১১ সালে দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনের ইউনেসকোয় যোগদানেও সমর্থন দিয়েছিল লাতিন আমেরিকার দেশটি।

আরও পড়ুন

বুধবার বোরিক বলেন, ফিলিস্তিনিদের তাদের প্রাপ্য প্রতিনিধিত্ব দেওয়ার উদ্দেশ্যেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এ দূতাবাসের প্রস্তাব করা হয়েছে। তবে ঠিক কোথায় দূতাবাসটি হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

১৯৬৭ সালের ‘ছয় দিনের যুদ্ধে’ ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ গাজা উপত্যকা ও পশ্চিমতীর দখল করে নেয়। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়।

আরও পড়ুন